নিজস্ব প্রতিনিধি, মালদহঃ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মালদহের ভুতনিবাসীদের দীর্ঘ দিনের সমস্যার কথা ভেবে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয় করে স্বপ্নের সেতু ভুতনি ব্রিজ তৈরি করে তৃণমূল সরকার । মালদায় এসে মাস খানেক আগেই যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে সেতু দিয়ে যাতায়াত শুরু হলেও সেতুর সাথে যোগাযোগের রাস্তা কাঁচা থেকে যায় ।
ঘটনার খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করে মানিকচক ব্লক বিডিও সুরজিৎ পন্ডিত , ভুতনির জেলা পরিষদ সদস্য ডলিরানি মন্ডল , সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত কে তড়িঘড়ি রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, রাস্তার এই চরম দুর্দশার খবর পেয়ে এদিন রাস্তা পরিদর্শনে যান মানিকচকের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলাম। তিনিও রাস্তার এই বেহাল দশা দেখে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানান।
এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতনির মানুষের কথা ভেবে তাদের যোগাযোগের জন্য পাকা সেতু তৈরি করে দিয়েছেন। ব্রিজ সংলগ্ন রাস্তাটি বর্ষাতে খারাপ হয়েছে শুনেছি । আজ বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি পরিদর্শন করেছেন । ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত কে রাস্তা মেরামতি করার জন্য জানানো হয়েছে। ভুতনির মানুষের জন্য রাজ্য সরকার সব সময় ভাবেন বলে গৌরাঙ্গ বাবু জানান । তিনি আরও বলেন, বাংলার সড়ক যোজনা ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এর উদ্যোগে ভুতনিতে প্রায় ৪০ কিলোমিটার পাকা রাস্তার কাজ চলছে ।এত উন্নয়ন দেখেও কিছু কিছু বিরোধী দলের নেতারা এলাকায় গিয়ে নোংরা রাজনীতি করছে কিন্তু কাজ করার দিকে কোন উদ্যোগ নিচ্ছে না।