Ichhapur: বৃদ্ধাকে গলার নলি কেটে খুনের অভিযোগ ইছাপুরে

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়াঃ উত্তর ২৪পরগনার ইছাপুর নতুন পাড়া এলাকায় একাই বসবাস করতেন ৭৪বছরের বৃদ্ধা সিক্তা চ্যাটার্জি। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ এলাকার বাসিন্দারা খেয়াল করেন ওই বৃদ্ধার বাড়ির দরজা খোলা  কিন্তু ঘরের সব আলো বন্ধ রয়েছে , ডাকাডাকি করেও সাড়া পাওয়া যাচ্ছে না।

দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া না পাওয়ায়  স্থানীয়দের মধ্যে থেকে দু-একজন  তার ঘরে ঢোকেন এবং দেখতে পান তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আর মেঝের চারিদিকে রক্ত পড়ে আছে।  এই দৃশ্য দেখেই খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়।

পুলিশ এসে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কি কারণে এই মৃত্যু অর্থাৎ কে বা কারা এই বৃদ্ধাকে খুন করেছে তার তদন্ত শুরু করছে নোয়াপাড়া থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পুরসভার প্রাক্তন মুখ্য প্রসাশক মলয় ঘোষ।

তিনি বলেন, “স্থানিয়রা আমায় ফোন করে জানায় এই ঘটনার কথা। এসে দেখি ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধার মৃত দেহ। কে বা কারা খুন করে রেখে দিয়ে চলে গিয়েছে। পুলিশ এসে মৃতদেহ নিয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ কমিশনার এসেছেন, যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।“

Google news