Bollywood : বয়সে প্রায় ১৩ বছরের বড় রেখা, তবুও গভীর সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয় কুমার !

 

 

খবরএইসময় ডেস্ক :  নিজের অভিনয় দক্ষতা দিয়ে আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন বলিউডের এভারগ্রীন আইকন রেখা। সৌন্দর্য্য বা নজরকাড়া অভিনয়ের কথা বলতে গেলে আজকালকার দিনের অভিনেত্রীদেরও পিছনে ফেলে দেন রেখা। পুরনো হিন্দি সিনেমার তালিকায় একাধিক হিট ছবি দেখা যায় রেখার নামে। বরাবরই তিনি একটু সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে ওসবে তিনি ডোন্ট কেয়ার। নিজের মতাদর্শে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ মনে করেন  এভারগ্রীন বিউটি।

রেখা তাঁর অভিনয়ের দাপটে বলিউডকে বহু হিট সিনেমা দিয়েছে। সেই সময় রেখাজির সৌন্দর্যে তো অনেকেই প্রেমে পড়ে গিয়েছিলেন । বলিউডে ক্যারিয়ারের পাশাপাশি রেখা চর্চায় আসেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে সম্পর্কের জন্য। এই নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে চর্চার ঝড় ওঠে। তবে বিভিন্ন সম্পর্কে জড়ালেও আজ অবধি বিয়ে করেননি অভিনেত্রী। তবে এই বিষয়টি মোটামুটি সকলে জানলেও, খুব কম মানুষ জানেন যে অভিনেত্রী রেখা শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাথে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন।

আসলে ১৯৯৬ সালে উমেশ মেহেরার খিলাড়িও কা খিলাড়ি ছবিতে, বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখাকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে হয়েছিল। রেখা তখন বলিউডে রীতিমত দাপিয়ে অভিনয় করে চলেছেন। তাঁর ক্রেজ তখনও  ঊর্ধ্ব গগনে।  চোখের চাহনিতে ছিল মাদকতা । বলতে বাঁধা নেই যে,এই সময়তেও  লাস্যময়ী রেখার ছবি দেখে মাতাল হয়ে পড়ে নেটিজেনকূল। সেই সময় অক্ষয় কুমারও রেখাজির লাস্যময়ীতার ফাঁদে পড়ে যান। আসলে ওই সিনেমাতে অক্ষয় এবং রেখার একাধিক অন্তরঙ্গ দৃশ্য ছিল যা শুটিং করার সময় তাদের মধ্যে দূরত্ব কমে। তারপর জানা যায় এই জুটি একে অপরের সাথে অনেকদিন ডেট করেছিলেন।

তবে আপনাদের জানিয়ে রাখা দরকার, অনেক আগে অর্থাৎ ১৯৯৪ সাল থেকে অক্ষয় কুমার রবীনা ট্যান্ডন এর সাথে ডেট করেন। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে রবিনা ট্যান্ডনকে বলতে শোনা গিয়েছে যে,  খিলাড়িও কা খিলাড়ি সিনেমা শুটিংয়ের সময় রেখার সাথে সম্পর্ক মজবুত হয়ে যায় অক্ষয় কুমারের। এমনকি তিনি রবিনাকে দূরে সরিয়ে দিতে শুরু করেন। অক্ষয় কুমার রেখাজির কাছে যাওয়ারও চেষ্টা করেন।

Google news