Suvendu Adhikari: “ব্যানার্জী পরিবার ও রাজ্যের দুর্নীতির শেষ দেখতে চায় বিচার ব্যবস্থা”- ইডির তদন্ত সপক্ষে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার ২৫ সেপ্টেম্বর গ্রামীন হাওড়ার যদুবেড়িয়া কিষানমণ্ডি এলাকাতে দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে দুর্নীতি প্রসঙ্গে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ রাজ্যে ব্যানার্জী পরিবার সহ অন্যান্য দুর্নীতিতে ইডির তদন্ত প্রশ্নে আমি সন্তোষ প্রকাশ করছি। এর মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয় ইডির উপরে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের কোনো প্রভাব নেই। তদন্ত হচ্ছে আদালতের অধীনে।

যদিও আমি মনে করি ইডির একেবারে নিচু তোলার আধিকারিকদের তদন্তের প্রশ্নে আরও যত্নবান হওয়া উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করে তথ্য প্রমাণ আদালতের হাতে তুলে দেওয়া উচিত। রাজ্যের দুর্নীতি নিয়ে বিচার ব্যবস্থা যেভাবে এগিয়ে এসেছে, তারাও এর শেষ দেখতে চায়। আদালতের নির্দেশ ও তাদের নজরদারীকে অভিনন্দন জানাচ্ছি।’
এছাড়াও বিরোধীদের জোটকে আরবান নকশাল দ্বারা পরিচালিত বলা প্রধানমন্ত্রীর বক্তব্যকেও যথার্থ বলেই মতামত দিন শুভেন্দু। তিনি বলেন, ‘ যাদবপুরের ঘটনা থেকে শুরু করে খালিস্থানী জঙ্গি নিয়ে বিরোধী জোট চুপ। কাশ্মীরে সরকারী সম্পত্তি উদ্ধার করা হলে ওই জোটের ওমর আব্দুল্লারা চিৎকার করেন। এদের আচরণই রাষ্ট্রবাদের বিরুদ্ধে।’

এছাড়াও রাজ্যপালের বিদেশ সফর স্থগিদ করার সিদ্ধান্তকে তিনি যথার্থ বলেও অভিহিত করেন। সোমবারের ওই অনুষ্ঠান থেকেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন,’ স্বাস্থ্য দফতরে ছুটি বাতিল করে লাভ হবে না। দেউলিয়া সরকারের কাছে ডেঙ্গির রক্ত পরীক্ষা করার কিট নেই। আর মুখ্যমন্ত্রীর আলালের দুলাল ২৬ বারের মধ্যে ১৩ বার চিকিৎসার জন্য বিদেশে গেছে। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড কোনো নার্সিংহোম নেয় না। কার্ড নিয়ে ভর্তি হবে বললে বলে দেয় শয্যা নেই, আর নগদ টাকাতে চিকিৎসা চাইলে ভর্তি করে নেয়।’
পাশাপাশি আরজিকর ও এসএসকে এম হাসপাতালের দালাল চক্র নিয়ে রাজ্য সরকার ও পুলিশকে কটাক্ষ করে বলেন কোনো ব্যবস্থা ওরা নেবে না। এই পুলিশই হাওড়া গ্রামীন এলাকার পার্টি অফিস জ্বালানো হলেও কোনো ব্যবস্থা নেই নি।

Exit mobile version