শুক্লা রায়চৌধুরী, কলকাতা: করোনার কু -দৃষ্টি থেকে রেহাই পায়নি বলিউড থেকে টলিউডও। সম্প্রতি কোয়েল মল্লিক স্বপরিবারে করোনায় আক্রান্ত হন। তবে এখনও বিপদমুক্ত নন এই টলি তারকা। দিনে দিনে আশঙ্কা আরও বাড়ছে। আবারও করোনা রিপোর্ট পজিটিভ এল কোয়েল মল্লিক-সহ স্বামী নিস্পাল সিং-এর।
তবে মল্লিক পরিবার-সহ টলি পরিবারে আশঙ্কার মধ্যেও একটা খবর অনেকটা স্বস্তি এনেছে যে, রঞ্জিত মল্লিক এখন এই ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং আপাতত তাঁরা সকলেই হোম আইসলেশনেই আছেন বলে জানা গিয়েছে।