৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটারদের বাড়িতে ব্যালট পৌঁছে দেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি, বারাসতঃ নির্বাচন কমিশন এই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরে শনিবার উত্তর 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা এক সাংবাদিক সম্মেলন করে জানান, এই জেলায় মোট ভোটারের সংখ্যা ৭৯ লক্ষ ৭৫ হাজার ৪৪৪জন। তারমধ্যে পুরুষ ভোটার ৪০ লক্ষ ৪০ হাজার ৭০৭জন ও মহিলা ভোটারের সংখ্যা ৩৯ লক্ষ ৩৪ হাজার ৫৩৭ জন । এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২০০জন।

জেলায় মোট দুই দফায় ভোট গ্রহণ করা হবে।আগামী ১৭এপ্রিল জেলার ১৭ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। ২২ এপ্রিল বাকি ১৬টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্বাচন হবে।প্রশাসনের তরফে জানানো হয়েছে এই জেলায় ১ লক্ষ ৪০হাজার ৯৩জন ভোটার রয়েছেন যাঁদের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

এইসব প্রবীণ ভোটারদের বাড়িতে ব্যালট পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলাশাসক। এই প্রবীণ মানুষ গুলো নিজের বাড়ীতে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে ভিডিওগ্রাফির মাধ্যমে প্রবীণ ভোটারদের বাড়িতে ব্যালট পৌঁছে দেওয়া হবে । তবে তারা চাইলে বুথে এসেও ভোট দিতে পারেন।

Google news