ফের ত্রিপুরায় আক্রান্ত TMC ! আহত সাংসদ সুস্মিতা দেব-সহ প্রদেশ নেতৃত্বরা

বিপ্লব কর্মকার, ত্রিপুরাঃ  ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস ।  শুক্রবার  ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা আমতলী এলাকায়  জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে সাংসদের গাড়ি। উঠেছে ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও। এই ঘটনার জন্য বিজেপির দিকেই অভিযোগ তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নেমেছে তৃণমূল। সেইমত ‘ত্রিপুরার  জন্য  তৃণমূল লেখা নিল-সাদা গাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা  আগরতলা আমতলী এলাকায় প্রচার শুরু করেন। প্রচার শেষে স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যাবসায়ী থেকে শুরু করে অটো চালকদের সাথেও বার্তালাপের মাধ্যমে প্রচার সাড়েন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি আশীষ লাল সিংহ, ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের সদস্যা  দ্বিপানিতা চক্রবর্তী সহ অন্যান্যরা।

অভিযোগ, প্রচার চলাকালীন  তৃণমূল নেতৃত্বদের উপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা । আক্রান্ত হন সাংসদ সুস্মিতা দেব এবং তাঁর সাথে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরাও। ভেঙে চুরমার করে দেওয়া হয় সাংসদের গাড়ি।

এদিন দুষ্কৃতিকারীদের আক্রমণে আহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্বরা। বর্তমানে আহতদের আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসা চলছে।বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

টুইটে নিন্দায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Google news