দল মজবুত করতে তৃণমূলে বড়সড় রদবদল পশ্চিম মেদিনীপুরে

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: মাঝে আর মাত্র কটা মাস। তার পরই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন।  তার আগেই দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিকে ঢেলে সাজান হয় ।

জেলা কমিটিতে আনা হয় কয়েকজন নতুন মুখকে। মঙ্গলবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে সাংবাদিক সম্মেলন করে দলের জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন দলের জেলা সভাপতি অজিত মাইতি। সাংবাদিক সম্মেলনে অজিত মাইতি সহ উপস্থিত ছিলেন সাংসদ মানস ভুঁইয়া,বিধায়ক দিনেন রায়,বিধায়ক প্রদীপ সরকার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

তৃণমূলের জেলা সভাপতি অজিত বলেন, রাজ্য কমিটি অনুমোদন করার পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কয়েকটি ব্লকে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে ।পুরনোদের জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে ।সেইসঙ্গে জেলা কমিটিতে নতুন মূখ রাখা হয়েছে ।মেদিনীপুর সদর ব্লকে দিলীপ দে র পরিবর্তে মুকুল সামন্তকে ব্লক সভাপতি করা হয়েছে।

দিলীপ দে কে ব্লক থেকে জেলা কমিটির নেওয়া হয়েছে। গড়বেতা তিন নম্বর ব্লকে রাজীব ঘোষ কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিদায়ী সভাপতি নিমাই রতন ব্যানার্জিকে জেলা কমিটিতে জায়গায় দেওয়া হয়েছে।দাঁতন এক ব্লকে বিধায়ক বিক্রম প্রধানের জায়গায় প্রতুল দাসকে দাঁতন এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে। সেইসঙ্গে মোহনপুর ব্লক এর নতুন সভাপতি করা হয়েছে।

চন্দ্রকোনা দুই ব্লকে বিধায়ক ছায়া দোলুই এর পরিবর্তে জগজিৎ সরকারকে সভাপতি করা হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি পৌর এলাকা তো সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। জেলা কমিটিতে প্রবীণদের পাশাপাশি তরুণরা জায়গা পেয়েছে, তেমনি আদিবাসী মানুষ থেকে সংখ্যালঘু মানুষ ও মহিলারাও জায়গা পেয়েছে ।এর থেকে পরিষ্কার যে বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জেলা কমিটি গঠন করা হয়েছে।

Google news