প্রয়াত ফুটবলের রাজপুত্র মারাদোনা

খবরএইসময়,নিউজ ডেস্কঃ  একের পর এক নক্ষত্র পতন করোনাকাল ২হাজার বিশে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুটবলের রাজপুত্র তথা ১৯৮৬’র মেক্সিকো বিশ্বকাপ ফুটবলের মহানায়ক এবং বাঁ পায়ের যাদুকর ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা। বুধবার প্রয়াত হলেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

এমনই জানাচ্ছে ওই দেশের সংবাদ মাধ্যম। এদিন ভারতীয় সময় রাত সড়ে ন’টা নাগাদ প্রাণ হারিয়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই তিনি শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন। চলতি মাসের শুরুর দিকে জটিলতা আরও বৃদ্ধি পায়। হাসপাতালে ভরতি করা হয় ফুটবলের রাজপুত্রকে।

সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে যে মারাদোনার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। সেই ক্ষত মেরামতের জন্য তাঁর অস্ত্রপচার করা হয়। তার আট দিন পরে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফিরলেও শারীরিক অসুস্থতা কাটেনি মারাদোনার। মাদকাসক্ত থাকার কারণে অন্যান্য জটিলতা দেখে দিয়েছিল। সেই চিকিৎসা চলছিল একটি ক্লিনিকে। সেই ক্লিনিকেই এদিন অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।

অনেক বিশেষজ্ঞ, ফুটবল সমালোচক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থক আর্জেন্টিনার মারাদনাকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গন্য করেন। তিনি ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ে পেলের সাথে যৌথভাবে ছিলেন। তিনি চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

যার মধ্যে ছিল ১৯৮৬ বিশ্বকাপ, যেখানে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণগোলক জিতেন তিনি। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে জয় লাভ করে। আর্জেন্টিনার পক্ষে উভয় গোলই করেন মারাদোনা।

সেই বিশ্বকাপে মারাদোনার করা দু’টি গোলই ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুই ভিন্ন কারণে। প্রথম গোলটি ছিল হ্যান্ডবল যা “হ্যান্ড অফ গড” নামে খ্যাত। দ্বিতীয় গোলটি মারাদোনা প্রায় ৬০ মিটার দূর থেকে ড্রিবলিং করে পাঁচজন ইংরেজ ডিফেন্ডারকে পাশ কাটিয়ে করেন। ২০০২ সালে ফিফাডটকম এর ভোটাররা গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসাবে নির্বাচিত করে।

 মারাদোনাই একমাত্র খেলোয়াড় যিনি দুইবার স্থানান্তর ফি এর ক্ষেত্র বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথমবার বার্সেলোনায় স্থানান্তরের সময় ৫ মিলিয়ন ইউরো এবং দ্বিতীয়বার নাপোলিতে স্থানান্তরের সময় ৬.৯ মিলিয়ন ইউরো। নিজের পেশাদার ক্যারিয়ারে মারাদোনা আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি তার নাপোলিতে কাটানো সময়ের জন্য বিখ্যাত, যেখানে তিনি অসংখ্য সম্মাননা জিতেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে তিনি ৯১ খেলায় ৩৪ গোল করেন।

Google news