Pakistan Flour Crisis: পাকিস্তানে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আটা, ময়দার লাইনে পদপিষ্ট মানুষ, দেখুন সেই ভিডিও

 

 

ইন্টারন্যাশানাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) মূল্যবৃদ্ধি কার্যত আকাশ ছোঁয়া। পাকিস্তানে যখন হু হু করে আটা, ময়দার দাম বাড়ছে, সেই সময় কপালে হাতে সে দেশের সাধারণ মানুষের। পাকিস্তানে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে বালোচিস্তান (Balochistan), সিন্ধ প্রদেশ-সহ একাধিক জায়গা থেকে যে ছবি প্রকাশ্য়ে আসছে, তা দেখলে চমকে উঠবেন আপনিও। পাকিস্তানে আটা, ময়দার দাম যখন হু হু করে বাড়ছে, সেই সময় বালোচিস্তান, খাইবার পাখতুনওয়ায় মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকছেন আটা, ময়দা সংগ্রহের জন্য। জানা যাচ্ছে, সরকার নির্ধারিত মূল্যে আটা, ময়দা কিনতে ১ হাজার মানুষ লাইনে দাঁড়ালে, তার মধ্যে ১০ জনের ভাগ্যে শিঁকে ছিড়ছে। ফলে দোকান, হাটবাজারে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে মানুষ দাঁড়িয়ে থাকছেন বলে খবর। আটা, ময়দার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের মধ্যে যখন বিবাদ বাঁধতে শুরু করছে, সেই সময় বালোচিস্তান, সিন্ধ প্রদেশের একাধিক দোকানে পদপিষ্ট হওয়ার খবর মিলতে শুরু করেছে। দেখুন সেই ছবি…

এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় হাজার হাজার মানুষকে প্রতিদিন ভর্তুকিযুক্ত ময়দার ব্যাগ পেতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।

পাকিস্তানে ক্রমবর্ধমান সংকটের মধ্যে গম ও আটার দাম আকাশ ছুঁয়েছে। খবরে বলা হয়েছে, করাচিতে আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকায়। তবে ইসলামাবাদ ও পেশোয়ারে ১০ কেজি আটার ব্যাগ প্রতি কেজি ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

১৫ কেজি আটার বস্তা ১৫০ টাকা বৃদ্ধির পর এখন বিক্রি হচ্ছে ২,৫০০টাকায়। এখন পর্যন্ত মাত্র দুই সপ্তাহে ১৫ কেজি আটার ব্যাগের দাম ৩০০ টাকা বেড়েছে। যেখানে, খোলা বাজারে, দাম অপরিবর্তিত রয়েছে, এআরওয়াই নিউজ জানিয়েছে। বেলুচিস্তানের খাদ্যমন্ত্রী জামারাক আচাকজাই ইঙ্গিত দিয়েছেন যে এই অঞ্চলের কিছু গমের মজুদ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হতে পারে।

পাকিস্তানে ক্রমবর্ধমান আটা সংকটের মধ্যে, রাশিয়া থেকে আমদানি করা গমের একটি বড় চালান করাচি বন্দরে পৌঁছেছে। সোমবার করাচি বন্দরে গম ভর্তি দুটি জাহাজ পৌঁছেছে এবং রাশিয়া থেকে অতিরিক্ত ৪,৫0,000 টন গম গোয়াদর বন্দর দিয়ে পাকিস্তানে পৌঁছাবে।

 

গমের ঘাটতি মেটাতে পাকিস্তান সরকার মোট ৭৫ লাখ টন গম আমদানি করছে। রাশিয়া থেকে পাকিস্তান যে গম কিনেছে তা ৩০ মার্চের মধ্যে পাকিস্তানে পৌঁছে যাবে। রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশ থেকে আমদানি করা গমও করাচি বন্দরে পৌঁছেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করাচি বন্দরে ৩,৫0,000 টন গম পৌঁছেছে।

Google news