Viral Video: দায়িত্ববান সারমেয়র শিক্ষনীয় বার্তা ! প্রশংসা কুড়ল নেটিজেনদের

খবর এইসময় ডেস্কঃ জলের অপর নাম জীবন। পানীয় জল অপচয় বন্ধ করা প্রত্যেক মানুষের কর্তব্য।পথে যেতে যেতে পাশে বেশ কিছু সময় দেখা যায় পানীয় জলের কল খোলা যার ফলে পানীয় জলের অপচয় বেড়ে যায় অনেকটাই।

তবে এক বুদ্ধিমান সারমেয় অর্থাৎ এক কালো রঙের পোশ্য ল্যাব্রাডর শিক্ষনীয় বার্তা রেখে গেল নেট দুনিয়ায়। যা নিয়ে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সেই সারমেয়।

 

 

আই পিএস দীপাংশু কাবড়া টুইটারে শেয়ার করেছেন দায়িত্ববান সারমেয়র ভিডিও। যেখানে দেখা যাচ্ছে তৃষ্ণার্ত একটি সারমেয় কল খুলে জল পান করার পরে আবার কলটি বন্ধ করে দিচ্ছে।

 

 

যা সকলের কাছে হয়ে উঠেছে শিক্ষনীয়। ইতিমধ্যে ভিডিওটি ৩৪ হাজার দর্শকের নজর কেড়েছে। নেটপাড়ায় যথেষ্ট প্রসংশিত হয়েছে দায়িত্ববান এই সারমেয়।

 

Google news