Rohit Sharma: চোট পেয়ে দলকে চিন্তায় ফেললেন অধিনায়ক, মাঠ ছাড়ার আগে গড়লেন পাঁচ পাঁচটি রেকর্ড

RTRCRD

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয় দিয়েই অভিযান শুরু করেছে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ছোটো টার্গেট সহজেই পেড়িয়ে গেছে রোহিত (Rohit Sharma) ঋষভরা। প্রথমে বোলাররা পরে ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার অর্ধ-শতরান ভারতের জন্য সবথেকে স্বস্তির বিষয়। কারণ আইপিএলে একেবারেই ফর্মে দেখা যায়নি তাকে। কিন্তু, এদিনের ম্যাচ চলাকালীন হঠাৎ রোহিতের রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ফলে ভারতীয় দল অবশ্যই টেনশনে থাকবে। তবে, মাঠ ছাড়ার আগে পাঁচটি বড় কীর্তি গড়ে ফেলেছেন রোহিত।

রোহিত শর্মাকে এমনিতেই ‘হিটম্যান’ বলা হয় না। কঠিন পিচেও তিনি ছক্কা মারতে পারেন। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ‘ড্রপ-ইন’ পিচ ব্যবহার করা হচ্ছে এবং ব্যাটসম্যানদের যথেষ্ট লড়াই করতে হচ্ছে রান করতে। এমনকি ভারত ও আয়ারল্যান্ডের ম্যাচেও ব্যাটসম্যানদের ক্রমাগত সমস্যায় ফেলেছেন বোলাররা।

কিন্তু ভারতীয় অধিনায়ক এই পিচেও একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন এবং মাত্র ৩৭ বলে ৫২ রান করেন। তিনি তাঁর ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছক্কার বিশ্ব রেকর্ডও ভেঙে দেন। রোহিত মাত্র ৪৯৮ ম্যাচে এই কীর্তি গড়েছেন। গেইল ৫৫১ ম্যাচে ৫৫৩টি ছক্কা সহ আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছয়-হিটার।

ভারতীয় অধিনায়ক আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেবল ছক্কার রেকর্ডই করেননি, তিনি এই ম্যাচে আরও ৪টি বড় কীর্তিও গড়েছেন। হিটম্যান ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন। রোহিত ১৪৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন। বিরাট কোহলি ও বাবর আজমের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছন তিনি। বিরাট কোহলির পর তিনিই দ্বিতীয় আন্তর্জাতিক ব্যাটসম্যান যিনি ক্রিকেটের সব ফরম্যাটে ৪০০০ রান করলেন।

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০০ রানও সম্পন্ন করেন এবং আইসিসি হোয়াইট-বল ইভেন্টে ১০০টি ছক্কা মারার রেকর্ড স্থাপন করেন। আয়ারল্যান্ড এদিন ভারতকে ৯৮ রানের লক্ষ্য দেয়। ভারত ৮ উইকেট হাতে রেখে সেই লক্ষ্য পূরণ করে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয়। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ৩০০ টিরও বেশি ম্যাচ জিতে ফেললেন।

Google news