Durgapuja 2022:পুজোর আগে বেতনে কোপ ! বরাহনগরে বিক্ষভে সামিল ডেলিভারি কর্মী

 

 

পল্লব হাজরা, বরাহনগর: মূল্যবৃদ্ধির বাজারে একেতেই সমস্যায় জেরবার আমজনতা। দিন দিন লাফায়ে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। তারই মাঝে শ্রমিক অসন্তোষকে ঘিরে উত্তাল বরাহনগর সাকেতনগর। মঙ্গলবার ওই অঞ্চলে সকালে এক বেসরকারি অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে ফেটে পরে ডেলিভারি কর্মীরা। প্রসঙ্গত প্রত্যেক পণ্যের সরবরাহ প্রতি কর্মীদের আয় হতো ৫০টাকা। পুজোর আগে হঠাৎই সেই অঙ্ক কমে দাঁড়ায় ২০টাকা এমনটাই অভিযোগ কর্মীদের।

 

প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে কর্মীদের কপালে। বিক্ষোভের সাথে সাথে কর্মীদের কর্ম বিরতি পালন করতে দেখা যায় । প্রায় ২০০জন কর্মী এই প্রতিষ্ঠানে কর্মরত। যতক্ষণ পর্যন্ত না কর্তৃপক্ষ তাদের এই টাকা কমানোর নির্দেশ ফিরিয়ে নেবেন ততক্ষণ এই বিক্ষোভ চালিয়ে যাবে বিক্ষোভকারীরা। পুজোর মুখে অনলাইন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছেন এক অংশের গ্রাহকেরা।

Google news