Spicejet: বিমানসেবিকার সপাটে চড় কর্তব্যরত পুলিশ অফিসারকে! কী ঘটল? দেখুন ভিডিও

কথা বলতে বলতে কর্তব্যরত সিআইএসএফ অফিসারকে সপাটে চড় কষালেন মহিলা এক বিমানকর্মী (Spicejet)। জয়পুর বিমানবন্দরের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, ওই মহিলা স্পাইসজেট সংস্থায় কর্মরত। কিন্তু কেন এমন করলেন তিনি সেই কারণ নিয়ে ধোঁয়াশা। বিমান কর্তৃপক্ষ এক যুক্তি দিলেও, সিআইএসএফ পাল্টা দাবি করেছে।

সিআইএসএফ আধিকারিকরা জানিয়েছেন, স্পাইসজেটের (Spicejet) ওই মহিলা কর্মীর নাম অনুরাধা রানী। বৃহস্পতিবার বিকের ৪টের সময়, স্পাইসজেটের অন্যান্য কর্মীদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করার সময় তাঁকে আটকেছিলেন সহকারী সাব ইন্সপেক্টর, গিরিরাজ প্রসাদ। কারণ, অনুরাধা রানীর কাছে প্রবেশের বৈধ অনুমতিপত্র ছিল না। এরপর, তাঁকে কাছের একটি প্রবেশদ্বারে গিয়ে স্ক্রিনিং করাতে বলা হয়। কিন্তু, সেই সময়ে সেখানে কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না। জয়পুর বিমানবন্দর থানার হাউস অফিসার, রাম লাল জানিয়েছেন, এরপর একজন মহিলা সহকর্মীকে নিরাপত্তাগত চেকিং সম্পূর্ণ করার জন্য ডেকে এনেছিলেন ওই সহকারী সাব ইন্সপেক্টর। কিন্তু, তার আগেই তর্ক-বিতর্কের মাত্রা বেড়ে গিয়েছিল। তর্কাতর্কির মধ্য়েই অনুরাধা রানী, সহকারী সাব-ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদকে থাপ্পড় মারেন।

স্পাইসজেট ওই মহিলা কর্মীর আছে বলে জানিয়েছে। ঘটনাটিকে তারা যৌন হেনস্থা বলে দাবি করেছে। এই ‘গুরুতর’ বিষয় নিয়ে তারা অবিলম্বে আইনি পদক্ষেপ নিচ্ছে এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিচয়েছেন স্পইসজেটের মুখপাত্র। তিনি বলেছেন, “আমরা আমাদের কর্মচারীর পাশে দৃঢ়ভাবে আছি এবং তাঁকে সম্পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তবে, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১২১ নম্বর ধারা (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত করার জন্য স্বেচ্ছায় আঘাত করা) এবং ১৩২ নম্বর ধারায় (সরকারি কর্মচারীকে আক্রমণ করা) একটি মামলা দায়ের করেছে পুলিশ।

Google news