Supreme Court: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে দায়ের মামলা ফেরাল সুপ্রিম কোর্ট

ভোটের মুখে আবারও গালে থাপ্পড় খেল রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে দায়ের মামলা ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ওই মামলা খারিজ করে দিয়েছে। শুধু মামলা খারিজ নয়, রাজ্য সরকারকে ধমক দিয়ে বলা হয়েছে যে এফআইআর নিয়ে রাজনীতি যেন না হয়। এই মন্তব্যের পরেই রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা।

প্রসঙ্গত, কিছু দিন আগে একটি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে বিচারপতি সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে’র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে ওই অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। তখন থেকেই শুরু হয় রাজনৈতিক উত্তাপ। যদিও বিচারপতির স্বামী তিনি নিজেও একজন আইনজীবী। অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দেকে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বহুবার তাঁকে ডাকা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় তাঁকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে বলেও তিনি দাবি করেছিলেন। তিনি এই অভিযোগ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন।

তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করেন তিনি। এক বিধবা মহিলা দাবি করেন, আত্মীয়দের বিরুদ্ধে করা মামলায় তাঁর ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন ওই আইনজীবী।

Google news