#Durgapuja 2023: উদ্বোধনের আগেই ভিড় ! আগরপাড়া তারাপুকুর ‘বর্ণময় বেনারস ‘ এ

 

 

খবর এইসময় ডেস্ক: বেনারস, ভারত তথা সারা বিশ্বের প্রাচীনতম শহর গুলোর মধ্যে অন্যতম শহর এই বেনারস।

 

এই বেনারসের সাথে কোথাও যেন আপামর বাঙালির একটা নারীর টান রয়েছে। পুরি, দীঘা, দার্জিলিংয়ের পর ভারতবর্ষের প্রাচীন শহর এই বেনারসের অলিতে গলিতে মন্দির, পাশ দিয়ে বয়ে চলা গঙ্গার ওপর কত শত ঘাট,তারপর রোজ সন্ধ্যায় গঙ্গারতি এইসব মিলিয়ে বলা যেতে পারে বাঙালির অন্যতম বেড়ানোর সেরা ঠিকানা বেনারস। ছুটি পেলেই যেন ছুটে যেতে ইচ্ছে করে বেনারসে। যেমন এই পূজোতেই হয়ত কত মানুষ যাবেন বেনারস সহ বিভিন্ন জায়গায়। আবার অনেকেই আছেন যাঁরা হয়ত যেতে চাইছেন কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। হতাশায় ভুগছেন! একদম চিন্তা করবেন না। আপনার কাছেই নিজের জেলায় উপভোগ করুন “বর্নময় বেনারস” ।

আগরপাড়া স্টেশনের কাছেই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ৮৪ তম বর্ষের দূর্গা পূজায় উপস্থাপন করতে চলেছে একটুকরো বেনারস।

 

কেন এমন ভাবনা, কি কি থাকছে, ঠিক কিভাবে উপস্থাপন করবেন মানুষের সামনে বর্ণময় বেনারস তা সবটাই জেনে নেব এখানকার পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তরুণ গাঙ্গুলীর কাছ থেকে

 

মন্ডপ শয্যায় কি কি ব্যবহার করেছেন কতদিন ধরে কাজ করছেন এবং কবে থেকে জনসাধারণের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে তা সবটাই জেনে নেবো মন্ডপ শিল্পী পার্থ মাইতির থেকে।

আপনারা দেখলেন এবং শুনলেন সবটাই। শিল্পী থেকে কারিগর প্রত্যেকের মধ্যেই চলছে শেষ মুহূর্তের কাজের চূড়ান্ত ব্যস্ততা।

দেখতেই পাচ্ছেন কি অপূর্ব শৈল্পিক সৃষ্টি ,কত সুন্দরভাবে তুলে ধরেছেন এক টুকরো বেনারস,কিভাবে ফুটিয়ে তুলেছে বর্ণময় বেনারস।

 

 

Google news