করোনা আবহের মধ্যে চরম অনিশ্চয়তায় ভুগছেন রাজ্যের মহিলা ঢাকিরা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুরঃ   শারদ উৎসব সহ বাঙালির সমস্ত পূজা-পার্বণে ব্যবহৃত হয় ঢাক। বহু যুগ ধরে এই পেশার সাথে যুক্ত ছিলেন শুধুমাত্র পুরুষেরই। তবে গত কয়েক বছর ধরে এই পেশার নবতম সংযোজন মহিলা ঢাকি। যারা শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে সীমাবদ্ধ রাখেননি তাদের বাধ্য পরিবেশন, পাড়ি দিয়েছেন রাজ্যের বাইরেও।

তবে এ বছর করোনা আবহের মধ্যে চরম অনিশ্চয়তায় ভুগছেন তারা। পূজা সংগঠনগুলি জানাচ্ছেন সেভাবে আয়োজিত হচ্ছেনা পুজো। সে কারণে তাদের আয়োজনের কমেছে অনেকটা। আর তাতেই ভাড়ায় টান ধরেছে ঢাকি সম্প্রদায়ের মানুষজনের, এমনটাই জানালেন এক ঢাকি বরুন নন্দী। আর এক মহিলা ঢাকি শান্তি ভান্ডারী জানালেন শুধুমাত্র পুরুষ ঢাকি থাকবে কেন মহিলারাও এ পেশায় আসতে পারে সে কারণেই গত পাঁচ বছর ধরে তারা নিযুক্ত হয়েছেন এই পেশাতে।

শুধু রাজ্যের মধ্যেই নয় রাজ্যের বাইরে ও তারা বাজিয়েছেন ঢাক, সম্মান পেয়েছেন যথেষ্ট। করোনা আবহে যতই মন খারাপ থাকে না কেন আগামী দিন তাদের জন্য নিয়ে আসবে সুখবর।

Google news