Jitendra Tiwari: কারণ স্পষ্ট না, সিআইডি-র তলব এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

খবর এইসময় ডেস্ক:  সিআইডি অফিসাররা একাধিক ব্যক্তিকে জেরা করে কয়লা পাচার কাণ্ডের(coal smuggling case) সাথে জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwari) যোগসূত্র খুঁজে পান। সেই তথ্যপ্রমাণের ভিত্তিতেই সিআইডি বৃহস্পতিবার জিতেন্দ্রকে(Jitendra Tiwari) ভবানীভবনে(Bhavani Bhavan) তলব করে। আজই সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছিল জিতেন্দ্রকে।

কিন্তু সুত্র মারফৎ জানা যাচ্ছে, কয়লা পাচারকাণ্ডে আজ হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি ।  অর্থাৎ কয়লা পাচারকাণ্ডে গতকাল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে যে সিআইডি তলব করেছিল, সেই তলবই এড়ালেন বিজেপি নেতা। হাইকোর্টের নির্দেশে ২০২০ সাল থেকে কয়লাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এই তদন্তের জেরে ইতিমধ্যেই একাধিক আধিকারিক থেকে শুরু করে, কয়লা মাফিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্বকে তলব করেছে সিবিআই (CBI), আবার অনেকেই গ্রেপ্তারও হয়েছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর পাশাপাশি সিআইডি-ও কয়লা কাণ্ড নিয়ে তদন্তে তৎপর হয়েছে।

ইতিমধ্যেই ভবানীভবনে ডেকে খনি এলাকায় কর্মরত ১০ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে CID-র পক্ষ থেকে। ২০১৯-২০২১ সাল পর্যন্ত খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট ১০ জন পুলিশ কর্মী ও আধিকারিককে জেরা করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ আধিকারিকদের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে(coal smuggling case) এখনও পর্যন্ত খনি এলাকায় বেশ কয়েকজন ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি (CID) অফিসাররা। সিআইডি সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে জেরা করে কয়লা পাচার কাণ্ডের(coal smuggling case) সাথে জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwari) যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা। আর সেই তথ্যপ্রমাণের ভিত্তিতেই সিআইডি জিতেন্দ্রকে(Jitendra Tiwari) ভবানীভবনে(Bhavani Bhavan) তলব করে।

কিন্তু এই তলবের কারনে জিতেন্দ্রর দাবি, তাঁকে যে মামলার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে সেটা রাণীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল থানায় একটি মামলা। এলাকাটি আসানসোল পুরনিগম এলাকার মধ্যেও পড়ে না। পাণ্ডবেশ্বর বিধানসভার আওতাতেও পড়ে না। ২০২০ সালে তিনি আসানসোল পুরনিগমের মেয়র ছিলেন, পাশাপাশি পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিধায়ক। তাই ঠিক কি কারণে এই তলব তা স্পষ্ট নয় তাঁর কাছে। আর সেই কারণেই তিনি সিআইডির এই তলবে যাবেন না। তবে মহামান্য হাইকোর্ট যদি এই সংক্রান্ত বিষয়ে তাঁকে কোনো তলব করেন তবে সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র, এমনটাই সূত্রের খবর।

Google news