মোহাম্মদপুর: ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজসেবার এক মহতী উদ্যোগের সাক্ষী হলো গ্রামের পল্লীশ্রী ক্রীড়াঙ্গন। ঐতিহ্যবাহী মোহাম্মদপুর (Mohammadpur News) স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর চতুর্দশ বছরের প্রয়াস হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত হলো ডক্টর নিমাই চরণ মাইতি স্মৃতি কাপ ওয়ানডে ফুটবল প্রতিযোগিতা। আরদলীয় এই জমজমাট ফুটবল আসরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, দুস্থদের বস্ত্র বিতরণ এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও ছিল মূল আকর্ষণ।
ফুটবল প্রতিযোগিতার ফলাফল
তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাল ছিটকিনি আমগাছিয়া বন্ধু গোষ্ঠী ক্লাব। তারা অর্জন করে ‘সৌরিনী’ ট্রফি সহ ৩৫ হাজার এক টাকা। অন্যদিকে, রানার্স আপ হয় J.N ক্লাব খড়্গপুর, যারা ‘সুদীশ্খা’ ট্রফি সহ ২৫ হাজার এক টাকা পুরস্কার হিসেবে লাভ করে। বিপুল দর্শক সমাগমে এই প্রতিযোগিতাটি মহাসমারোহে মধ্য দিয়ে সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেদের উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে লোকশিক্ষার প্রতীক যাত্রা অনুষ্ঠান বিশেষভাবে নজর কাড়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের গর্ব, সুদীর্ঘ ৪ দশকের অধিক কাল ধরে জেলার প্রখ্যাত সুনামধন্য শিশু চিকিৎসক ডক্টর অর্ধেন্দু শেখর হাজরা এবং পটাশপুর থানার প্রাক্তন আধিকারিক সুরজ আস সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বহুমুখী সামাজিক উদ্যোগ
খেলাধুলার পাশাপাশি এই অনুষ্ঠানে একাধিক সমাজসেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
- দুস্থ মায়েদের বস্ত্র বিতরণ।
 - বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন।
 - স্বাস্থ্য পরীক্ষা।
 - মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিশেষ সাফল্যের জন্য কৃতি ছাত্রছাত্রীদের স্বীকৃতি স্মারক প্রদান।
 - আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক প্রাপক দেবাগ্নিক মাইতি-কে বিশেষ সম্বধর্না জ্ঞাপন।
 
আয়োজক সংস্থার ভুমিকা
এগরা উইকিয়ার ফাউন্ডেশন-এর সহযোগিতায় এই মহতী কার্যযোগ্য আয়োজন ও পরিচালনায় ছিল মোহাম্মদপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। সংস্থা সভাপতি সম্মানিত সত্যজিৎ মাইতি এবং সম্পাদক সৌমেন মাইতি ও গৌতম মাইতি স্বাগত ভাষণ দেন। তাঁরা ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে সংস্থার উদ্যোগের কথা তুলে ধরেন। আগামী দিনে ফুটবল, ক্রিকেট ও ক্যারাটে কোচিং সেন্টার গড়ে তোলার বিশেষ প্রয়াস গ্রহণের কথাও ঘোষণা করেন তাঁরা। এই মহৎ উদ্যোগ ক্রীড়াপ্রেমী ও সমাজসেবীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।