সৌভিক সরকার, বারাকপুরঃ ভর সন্ধ্যায় মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে কলকাতা লাগোয়া উত্তর পরগণা জেলার দমদমের মল রোডে। মায়ের নাম অপর্না দাস (৬০) এবং মেয়ের নাম বৈশাখী দাস(২৫)।
এলাকার লোকজন প্রথম দুর্গন্ধ পায়। এর পরেই দমদম থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মায়ের মৃতদেহ পচা গলা অবস্থায় খাটের মধ্যে পড়ে আছে ও পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পাওয়া যায়।