অতি বর্ষণে নদিয়ার একাংশ জলমগ্ন, ক্ষতিগ্রস্ত কৃষক-মৎস্যজীবীরা

সমীর সাহা, নদিয়াঃ   অতি বর্ষণ আর জলঙ্গী নদীর জল বৃদ্ধি পাওয়ায় নদিয়ার নাকাশিপাড়া ব্লকের ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের শিবপুর, ম্যাচপোতা, ধাপারিয়া ইত্যাদি গ্রামের বেশকিছু এলাকা জলমগ্ন।

জলের তলায় জমির ফসল, ভেসে গিয়েছে নদীর মাছ। রাস্তার ধারে দু একটি পানীয় জলের কলের নিচে জল জমে থাকায় সমস্যা পড়েছেন গ্রামবাসীরা।অতি বর্ষণ আর জলঙ্গি নদীর জল বেড়ে যাওয়ায় ধান, পাট সহ অন্যান্য ফসল জলের তলায়। নষ্ট হয়ে গিয়েছে বহু ফসল।

পাটের জমিতে জল জমে যাওয়ায় পাট কাটা এবং পচাতে সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের।অন্যদিকে গ্রামের কয়েকটি পুকুর ভেসে গিয়ে ক্ষতি মুখে পড়েছেন মৎস্যজীবীরাও। নাকাশিপাড়া ব্লকের শিবপুর, ম্যাচপোতা, ধাপারিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে জলঙ্গি নদী।আর নদীর অপর প্রান্তে চাপড়া ব্লক।

যেভাবে বর্ষণ শুরু হয়েছে পাশাপাশি জলঙ্গী নদীর জল বেড়ে চলেছে। তাতে রীতিমত আতঙ্কিত ওই সব গ্রামের মানুষজন।

Exit mobile version