Budget 2024: বাজেটের দিনই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

ShareMM

আজ বাজেট। সাধারণ মানুষের প্রত্যাশা অনেক এই বাজেট (Budget 2024) ঘিরে। বাজেটের দিনে দালাল স্ট্রিটেও টাকার জোয়ার। এ দিন শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক ২২০ পয়েন্ট বেড়ে ৮০,৭৪০ অঙ্কে পৌঁছয়। নিফটির সূচকও ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। নিফটি পার করেছে ২৪ হাজারের গণ্ডি।

মোদী সরকারের তৃতীয় ইনিংসের প্রথম বাজেট এটা।এই  বাজেট কতটা জনমুখী হবে, তার দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। এবারে সরকারের কাছ থেকে আয়করে ছাড় অন্যতম দাবি জনগণের। আর বাজেটের ঘোষণার উপরে নির্ভর করছে শেয়ার বাজারের উত্থান-পতনও। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আজ ইতিবাচক নোটেই খোলে শেয়ার বাজার। সকাল ৯টা ১৫-এ শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক ২২০ পয়েন্ট বৃদ্ধি পায়। নিফটির সূচক বৃদ্ধি পেয়ে ২৪,৫৭৪ অঙ্কে পৌঁছয়।

আজ বাজেট পেশের আগেই বিএসই-তে সবথেকে বেশি লাভের মুখ দেখেছে আল্ট্রাটেক সিমেন্ট, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, জেএসডব্লু স্টিলের মতো স্টকগুলি।

তবে বাজেটের আগেই পতন হয়েছে রুপির দামে। আজ বাজার খুলতেই ডলার প্রতি টাকার মূল্য ছিল ৮৩.৬৪ টাকা। গতকাল মার্কেট বন্ধ হওয়ার আগে ডলার পিছু রুপির দাম ছিল ৮৩.৬৬ টাকা। অর্থাৎ আজ বাজার খুলতেই টাকার মূল্যে ০.২২ শতাংশ পতন হয়েছে।

Google news