PM Narendra Modi: কবে থেকে চালু হচ্ছে ‘এক দেশ এক নির্বাচন’! কী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গুজরাটে ‘স্ট্যাচু অব ইউনিটি’-তে পুষ্পার্ঘ্য দেওয়ার সময় বড় ঘোষণা করেন। তিনি (PM Narendra Modi) জানান, দেশে শীঘ্রই অভিন্ন দেওয়ান বিধি চালু হতে চলেছে। পাশাপাশি এক দেশ এক নির্বাচন নিয়েও বড় বার্তা দেন তিনি (PM Narendra Modi)।

গুজরাটের কেভাদিয়ায় একতা দিবসের অনুষ্ঠানে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমরা জাতীয় ঐক্যদিবসের পাশাপাশি দীপাবলি পালন করছি। সেখানে তিনি একদেশ এক নির্বাচনের ব্যাখ্যা দেন। তিনি জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “আমরা এক দেশ, এক নির্বাচনের উপরে কাজ করছি, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, দেশের সম্পদের যথাযথ ব্যবহারে সাহায্য করবে। এবং উন্নত ভারতের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। আজ ভারত এক দেশ, এক অভিন্ন দেওয়ানি বিধি তৈরির লক্ষ্য়েও এগোচ্ছে। দেশের সমস্ত নির্বাচনকে একই দিনে বা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করাই এক দেশ, এক নির্বাচনের লক্ষ্য। শীঘ্রই এটি বাস্তবে রূপান্তরিত হবে।”

গুজরাতে প্রধানমন্ত্রি।

চলতি বছরেই ক্যাবিনেটে এক দেশে এক নির্বাচন প্রস্তাবনা পাস হয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদে এই প্রস্তাবনা পাস হওয়ার কথা রয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজীবনের জন্য ৩৭০ অনুচ্ছেদ মাটি চাপা পড়ে গিয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরে দেশে একটিই সংবিধান থাকার প্রস্তাবনা সফল হয়েছে। এটাই সর্দার সাহেবের প্রতি আমার সবথেকে বড় শ্রদ্ধার্ঘ্য। ৭০ বছর ধরে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান গোটা দেশ জুড়ে কার্যকর ছিল না। যারা সংবিধান নিয়ে সবথেকে বেশি গলা ফাটায়, তারাই সংবিধানকে সবথেকে বেশি অপমান করেছে।”

Exit mobile version