Sandeep Ghosh: সংসার চলছে না! ফিক্সড ডিপোজিট ভাঙতে এবার হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ

ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh)হাইকোর্টের দ্বারস্থ হলেন। পারিবারিক অনটনে ব্যাঙ্কের ফিক্সড ডিপোসিট ভাঙতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ(Sandeep Ghosh)। বিচারপতি বিভাস পট্টনায়ক মামলাটি শুনতে পারেন। আবেদনে সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) জানিয়েছেন,  পারিবারিক খরচ-সহ একাধিক খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে বলে মামলায়।

 

আরজি কর কাণ্ডে প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ থাকে। তারপর আরজি কর কাণ্ডে একের পর এর দুর্নীতি প্রকাশ্যে আসে। সিবিআই আরজি কর দুর্নীতি কাণ্ডে সবার প্রথম সন্দীপ ঘোষকে গ্রেফতার করে।প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে একাধিক দুর্নীতির অভিযোগ। হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে দেহ পাচার, একাধিক অভিযোগ রয়েছে। আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি।  তদন্তে নেমে সন্দীপ ঘোষের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির হদিশ মিলেছিল। নিউটাউন সংলগ্ন হাতিয়ারায় নোয়াপাড়ায় সন্দীপ ঘোষের একটি তিনতলা বাড়ির খোঁজ মেলে। বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের সন্ধানও পান গোয়েন্দারা।

ইতিমধ্যে সন্দীপ ঘোষের ডাক্তারি রিজেস্ট্রেশন বাতিল করা হয়েছে। এই প্রতিবাদেও সন্দীপ ঘোষ হাইকোর্টে মামলার আবেদন করেছিল। কিন্তু সেই মামলার আবেদন খারিজ হয়ে যায়। অন্যদিকে, প্রথমে দুর্নীতির জন্য সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলেও পরে আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার জন্য গ্রেফতার করা হয়। তবে সিবিআই তাদের প্রথম চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে অভিযুক্ত করেছে। চার্জশিটে আরজি কর কাণ্ডে সরাসরি যুক্ত থাকার সন্দেহে শুধু সঞ্জয় রায়ের নাম রয়েছে, যার জেরে নাগরিক সমাজের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। বার বার সিজিও কমপ্লেক্সে অভিযান করে সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। বৃহস্পতিবারও একটি সংগঠনও সিজিও কমপ্লেক্স অভিযান করে।

Exit mobile version