নিজস্ব প্রতিনিধি, শ্যামনগরঃ জাতীয় পতাকা রঙের বেলুন উড়িয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হল ১৯তম শ্যামনগর বইমেলা। শ্যামনগর ‘রঙ্গলাল ত্রৈলোক্যনাথ হরিমোহন উদ্যানে অর্থাৎ কালীবাড়ি পার্কে বটতলা সুভাষ সংঘ এবং শ্যামনগর – আতপুর সচেতন নাগরিক মঞ্চের উদ্যোগে শ্যামনগর বইমেলার উদ্বোধক ছিলেন কবি অরুণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক তথা লেখক শাকিল আহমেদ, কবি কেশব রঞ্জন, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরুণ ব্যানাজী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
অজাচক, এডুকেশন পয়েন্ট, পরিবেশ বন্ধু এবং বিজ্ঞান সচেতনতার স্টল ছাড়াও কলকাতার বিখ্যাত প্রকাশকেরা কমপক্ষে ৩০ টি বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন এবছরের বইমেলায়। মেলার অন্যতম উদ্যোক্তা তথা প্রাক্তন শিক্ষক শোভন ঘটক জানান, প্রতি বছরের ন্যায় এবছরও প্রত্যেকদিন বইমেলা প্রাঙ্গণে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান তাছাড়া নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারী থাকছে বসে আঁক প্রতিযোগিতা এবং ৩রা জানুয়ারী হবে ক্যুইজ প্রতিযোগিতা, বইমেলা চলবে আগামী ৫ই জানুয়ারী পর্যন্ত সময় দুপুর ২ টো থেকে রাত ৯ টা ।
তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের উত্তরে নৈহাটি উৎসব থেকে দক্ষিণে পানিহাটি উৎসব সর্বত্রই যেখানে চলছে দেশের খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তারই মাঝে চোখে পড়ার মত মানুষের ঢল দেখা গেল শ্যামনগর বইমেলায়। তবে মেলায় অবশ্যই নজর কেড়েছে বইমেলা প্রাঙ্গনের সেলফি জোন। সৌজন্যে এডুকেশন পয়েন্ট। কেন? তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন 👇