Theatre:মঞ্চে ফিরলেন নাট্যগুরু, শ্যামনগরে শুরু হল চার দিনের ‘শুভেন্দু মজুমদার নাট্য-তর্পণ’

শ্যামনগর: উত্তর ২৪ পরগনার সাংস্কৃতিক মানচিত্রে নাট্যচর্চার (Theatre)ধারাকে আরও বেগবান করতে শুরু হলো এক বিশেষ নাট্য উৎসব। শ্যামনগর নাট্যবিতানের উদ্যোগে আয়োজিত এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘শুভেন্দু মজুমদার নাট্য-তর্পণ’। আজ ১৮ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২১শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শ্যামনগর রবীন্দ্রভবনে বসবে এই নাটকের (Theatre)আসর।

প্রয়াত নাট্যগুরু শুভেন্দু মজুমদারের আদর্শ, তাঁর আজীবন থিয়েটারের প্রতি দায়বদ্ধতা এবং নাট্যভাবনাকে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন। আয়োজকদের কথায়, নাটক ছিল শুভেন্দু বাবুর জীবনের ভাষা, আর সেই ভাষার মূল কেন্দ্রে ছিল সাধারণ মানুষ। সেই পথ চলাকেই আরও একবার মঞ্চে ফিরে দেখার চেষ্টাই হলো এই উৎসব। নাট্যগুরু শুভেন্দু মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে এমনটাই জানালেন শ্যামনগর নাট্যবিতানের প্রতিষ্ঠাতা সদস্য রাজীব তপাদার। শুভেন্দু বাবুর নিজস্ব নাট্য সংস্থা ইছাপুর আলেয়ার বর্তমান নির্দেশক সংগীতা চৌধুরী কি বলছেন শুনুন নিচের ভিডিওতে