TOLLYWOOD: মমতার নির্দেশের পরেও তৈরি হল না কমিটি! এবার আইনি পথে টলিউডের পরিচালকরা

বিগত কয়েক মাস ধরেই ফেডারেশনের সঙ্গে পরিচালকদের (Tollywood) দ্বন্দ্ব তুঙ্গে।  এবার আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিল ডিরেক্টর্স গিল্ড (Tollywood)। মঙ্গলবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন টলিউডের (Tollywood) পরিচালকরা।

তিন মাস আগে রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শ্যুটিং নিয়ে ঝামেলার সূত্রপাত হয়।  ‘গুপি শ্যুটিং’ করেছেন রাহুল, এই অভিযোগ এনে তাঁকে বয়কট করে ফেডারেশন। এই সিদ্ধান্তে ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরিচালকরা। তাঁরা কর্মবিরতির ডাক দেন। ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়। সেই অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে প্রসেনজিৎ, দেব, গৌতম ঘোষ ছাড়াও ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

 

পরিচালকরা সাংবাদিক সম্মেলনে জানান, ৩০ নভেম্বর সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু আদতে এখনও পর্যন্ত সেই কমিটি গঠন করাই হয়নি। বাধ্য হয়েই সমস্যা সমাধানে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এদিন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে এসেছেন। এদিন পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন। ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না। ইন্ডাস্ট্রির কোনও নিয়ম তৈরির আইনি অধিকার নেই ট্রেড ইউনিয়নের। ছোট ইউনিট নিয়ে কাজ করতে দেওয়া হয় না। প্রয়োজন ছাড়াই প্রচুর লোক নিয়ে কাজ করতে বাধ্য করা হয়।’ তিনি বলেন, ভারতের কোথাও এই ধরনের নিয়ম নেই। পরিচালক ও প্রযোজকের নিজের পছন্দ অনুযায়ী টেকনিশিয়ান নিয়ে কাজ করার অধিকার রয়েছে। পরিচালকরা অভিযোগ করেন, ফেডারেশনের নিয়মের গোড়োতে আটকে হিন্দি ছবির প্রযোজকরা বাংলায় কাজ করতে চান না।

Exit mobile version