নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার ৯ জানুয়ারি সল্টলেকের গোল্ডেন টিউলিপ হলে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১০০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্জ্বলন করে সভা শুরু করেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ইন চিফ অমিতাভ সেনগুপ্ত ও সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার সঞ্জয় কুন্ডু মহাশয়। করোনা পরিস্থিতির জন্য শতাব্দী প্রাচীন এই সংগঠনের বার্ষিক সভায় রাজ্যের সমস্ত পূর্ত ও সেচ বিভাগের ইঞ্জিনিয়ার- সদস্যরা সরাসরি শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও ভিডিও কনফারেন্সিংয়ের (জুম)মাধ্যমে এই সভায় উপস্থিত ছিলেন। মূলত এই সভায় পূর্ত ও সেচ বিভাগের প্রস্তাবিত পুনর্গঠন নিয়ে আলোচনা হয়।
এছাড়াও এই ইঞ্জিনিয়ারিং দপ্তর গুলিতে অবসর গ্রহণের পরেও ক্যাডার পোস্টে উচ্চপদে এক্সটেনশন দেবার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়। পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজীব বিশ্বাস সংগঠনের নতুন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। তার সাথে ২০২০-২১ সালের স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।