খবরএইসময় ডেস্কঃ যানবাহনের মধ্যে অটো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। অফিস থেকে বাড়ি কিংবা হাটে বাজারে পথে ঘাটে। সেই অটোতে আপনি সর্বোচ্চ কতজন যাত্রীকে এক সাথে দেখেছেন? পাঁচজন অথবা ছয় জন? খুব বেশি হলে সাতজন? তবে সংখ্যাটা যদি হয় প্রায় দু ডজনের কাছাকাছি! অবাক হচ্ছেন তো? হ্যাঁ এমনই একটি ভিডিও এখন রীতিমতো অবাক করছে নেটিজেনদের।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। দ্রুত গতিতে আসা অটো রিক্সা পুলিশ থামানোর পর থেকেই নেমে আসছেন একের পর এক যাত্রী।
অতিরিক্ত গতি সম্পন্ন অটোটি কর্তব্যরত পুলিশ কর্মী ধাওয়া করলে ফতেপুরের বিন্দকি কোটওয়ালি এলাকার কাছে তা থামানো হয়। ৬জন আসন বিশিষ্ট অটো থেকে রীতিমতো গণনা করে চালক সহ ২৭ জন যাত্রীকে নামতে দেখে পুলিশের চক্ষু চড়কগাছ। পুলিশ অটো চালক আমজাদকে তিরস্কার করে এবং পরবর্তী সময়ে তার অটোটি আটক করে।
জানা যাচ্ছে যাত্রীরা মেহরাহার বাসিন্দা, যারা বকরি-ঈদের নামাজ পড়ে বিন্দকিতে ফিরছিলেন। তুষার শ্রীবাস্তব এক ব্যক্তির টুইটে শেয়ার করেছেন সেই দৃশ্য। যা দেখে হাসির ফোয়ারা ফুটেছে নেট দুনিয়ায়। কেউ কেউ আবার যাত্রী নিরাপত্তার কথাটিও তুলে ধরেছেন প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে।