পল্লব হাজরা, বাগনান: আচমকা বিকট শব্দ! কিছু বুঝে ওঠার আগেই দুমড়েমুচড়ে গিয়েছে লাল রং-এর চারচাকা গাড়িটি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এমনই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বাগনান বারুন্দা ১৬নং জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে খবর উত্তর ২৪পরগণা হাবরা থেকে সৈকতনগরী দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল একটি সরকারি বাস। আচমকা বাসের সামনের চাকা ফেটে যাওয়ায় ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘাগামী জাতীয় সড়কের ডিভাইডার টপকে কলকাতাগামী লেনে চলে আসে বাসটি। খড়গপুর থেকে কলকাতার দিকে আসা একটি চারচাকা গাড়ি গতি নিয়ন্ত্রণে না আনতে পেরে মুখমুখি সংঘর্ষ হয় বাস সাথে। দুমড়ে বাসের তলায় চলে যায় গাড়িটি।
ঘটনাস্থলে ভিতরে থাকা ৩জন আরোহীর মৃত্যু হয়। স্থানীয়দের চোখে পড়লে ছুটে আসে সকলে। উপস্থিত হয় ট্রাফিক পুলিশ সহ বাগনান থানার পুলিশ । গাড়ির ভিতরে থাকা মৃতদেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকর্মীদের । পরবর্তী সময়ে গ্যাস কাটার এর সাহায্যে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। দেহগুলির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ১৬ নং জাতীয় সড়কে। বেশ কিছু সময়ের পর স্বাভাবিক হয় যান চলাচল। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।