নিউজ ডেস্ক: দিল্লিতে প্রতি দু’জনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাঁদের শরীরে অ্যান্টিবডিও তৈরি হয়ে গিয়েছে বলে ধরা পড়ল রাজধানীর পঞ্চম সেরো সার্ভেতে। ২ কোটি জনসংখ্যার শহর ক্রমশ হার্ড ইমিউনিটির পথে এগোচ্ছে বলে মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়েছে।
তবে মাস্ক-দূরত্ব ও স্যানিটাইজারের ব্যবহার জারি রাখতেই হবে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর কথায়, ‘দিল্লির জনসংখ্যার ৫৬.১৩ শতাংশের শরীরে অ্যান্টিবডির হদিস মিলেছে পঞ্চম সেরো সার্ভেতে। ১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে করা বৃহৎ এই সমীক্ষায় ২৮ হাজার নমুনা পরীক্ষা করা হয়।’ শহরের উত্তর প্রান্তে ৪৯ শতাংশের এবং দক্ষিণ-পূর্বে ৬২.১৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে।
হার্ড ইমিউনিটির দিকে এগোনোর পাশাপাশি সংক্রমণের হার কমার কথাও জানিয়েছেন সত্যেন্দ্র। বর্তমানে দিনে দু’শোরও বেশি আক্রান্তের খবর মিলছে দিল্লিতে।তবে এই স্বস্তির খবরের পাশাপাশি বুধবার দেশের করোনাচিত্রে কিছুটা আশঙ্কার খবরও ধরা পড়েছে।
মঙ্গলবার যেখানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে আট হাজারের আশপাশে, এ দিন সে জায়গায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯ জন। মারা গিয়েছেন ১১০ জন।
এর মধ্যে আবার হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)-এর এক প্রতিনিধি দল পৌঁছেছে চিনের উহানের একটি ভাইরাস রিসার্চ ল্যাবরেটরিতে। সেখানে কোভিড-১৯ এর উৎস সন্ধান করছেন তাঁরা।