নিজস্ব প্রতিনিধি, মালদহঃ প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর মানসিক জোর থাকলে সমস্ত প্রতিবন্ধকতা যে হার মানতে বাধ্য, তা আরও একবার প্রমাণ করল মালদহ জেলার চাঁচলের কনুয়া উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সঞ্জয় রবিদাস। উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর পেয়ে গোটা জেলা জুড়ে তাক লাগিয়ে দিয়েছে কনুয়া হাইস্কুলের এই সঞ্জয়।পিতা হারানোর পর থেকে সংসার চালানোর জন্য জুতো সেলাই করে অর্থোপার্জন করতে হয় সঞ্জয়কে।এঁকেতে সংসার চলানোর চাপ তার ওপর পড়াশোনা, এতটা চাপের মধ্যে থেকেও জুতো সেলাই করার পাশাপাশি পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর পাওয়া এটা কিন্তু বিরল ঘটনা।
সংবাদমাধ্যমে তার কৃতিত্বের কথা শুনে তার বাড়িতে এসে তাকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন “প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের” মালদা জেলা কমিটির সদস্যরা।এদিন তারা মেধাবী ছাত্র সঞ্জয় রবিদাসের বাড়ি এসে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাকে কিছু আর্থিক সহায়তাও করেন ।
পাশাপাশি ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতে সঞ্জয়ের পরিবারকে সবরকম সাহায্য করতে তাঁরা প্রস্তুত। এই দিন সঞ্জয়কে “প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের” মালদা জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দিতে আসেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ গুপ্ত সভাপতি কৌশিক কুমার দাস সহ ওই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
তবে বিনয়ী কৃতি ছাত্র সঞ্জয় তাঁদের প্রত্যেককে প্রনাম এবং আন্তিরিক ধন্যবাদ জানায় এবং আর্থিক সহায়তায় যে অনেকটা সাহায্য করবে তাঁকে সেটা জানিয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি চাঁচলের সঞ্জয়।