সমীর সাহা,নদিয়াঃ আচমকা হানা দিয়ে একটি দোকান থেকে বেআইনিভাবে মজুত ৯৫ টি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস ভরার রিফিল উদ্ধার করল কৃষ্ণনগর জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার কর্মীরা।শুক্রবার নদিয়ার তেহট্ট থানার নওদা পাড়ায় একটি দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। আর ওই দোকানের অসাধু কারবারের সঙ্গে জড়িত গিয়াস শেখকে গ্রেপ্তার করল পুলিশ।
অবৈধ গ্যাস ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালায় জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ওই গ্যাস ব্যবসায়ীর গোডাউন থেকে এদিন ৯৫টি সিলিন্ডার ও গ্যাস ভরার রিফিল উদ্ধার হয়। এরপরই ওই অবৈধ গ্যাস ব্যবসায়ী গিয়াস সেখকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাসের কারবার চালাচ্ছিল নওদা পাড়ার বাসিন্দা গিয়াস সেখ। ওই ব্যক্তি মারুতি ভ্যান, অটো সহ বিভিন্ন গাড়িতে গ্যাস ভর্তির কারবার করছিলেন। শুধু গিয়াস শেখ নন এই গ্যাসের কারবার চলছিল ওই মহকুমার বিভিন্ন জায়গায়। এই খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক সাব ইন্সপেক্টরের নেতৃত্বে তেহট্ট থানার পুলিসের সাহায্যে এলাকার বিভিন্ন অবৈধ গ্যাস ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। গিয়াস শেখের বাড়িতে তল্লাশির সময় ওই সিলিন্ডারগুলি উদ্ধার হয়। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারের। প্রসঙ্গত বেশ কয়েক দিন আগে করিমপুর থেকেও এই ধরনের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তবে উদ্ধার হওয়া ৯৫টি গ্যাস সিলিন্ডারের মধ্যে কিছু খালি গ্যাস সিলিন্ডার থাকলেও বেশি গ্যাস সিলিন্ডার ভর্তি অবস্থায় পাওয়া যায়।