Homeজেলার খবরIllegal Construction: কাঁথি শহরে নির্মীয়মাণ বহুতলের দুর্নীতি আটকাতে নিচের তলায়...

Illegal Construction: কাঁথি শহরে নির্মীয়মাণ বহুতলের দুর্নীতি আটকাতে নিচের তলায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়! 

Published on

বে-আইনি বহুতল নির্মাণের (Illegal Construction) অভিযোগ উঠেছিল অনেক আগে থেকেই। অবৈধতার সেই অপবাদ থেকে বাঁচতে, এবার সেই বহুতলে করা হল তৃণমূলের নির্বাচনী কার্যালয় অভিযোগ………

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বে-আইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছিল অনেক আগে থেকেই। অবৈধতার সেই অপবাদ থেকে বাঁচতে, এবার সেই বহুতলে করা হল তৃণমূলের নির্বাচনী কার্যালয়। কাঁথি পুরসভার ১৪ নং ওয়ার্ডে দিঘা বাইপাসের পাশেই এই বেআইনি বহুতল (Illegal Construction) নিয়ে ভোটের মুখে এবার অভিযোগ তুললো রাজ্যের বিরোধী দল বিজেপি।

নয়াপুট এম এম জুনিয়ার বেসিক স্কুলের প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই এই বহুতল দূর্নীতি করছেন বলে বিজেপি’র অভিযোগ। কিছুদিন আগে গার্ডেনরিচে বহুতল ভেঙ্গে পড়ার সেই স্মৃতি, রাজ্যবাসীর মনে এখনও টাটকা। সেই কান্ড থেকে কাঁথি যে শিক্ষা নেয়নি, সে নিয়ে সরব হয়েছে বিজেপি। এমনকি এই বেআইনি বহুতল ভেঙ্গে দেওয়ার জন্য, পুরসভার বোর্ড মিটিংয়ে দাবি করবেন বলে জানিয়েছেন কাঁথি পুরসভার কাউন্সিলর তথা কাঁথি শহর বিজেপি মণ্ডলের সভাপতি সুশীল দাস।

এই বহুতলের পাশের বাসিন্দা হলেন বেনু প্রধান। এই বহুতলের বিরুদ্ধে প্রথম দিন থেকেই অভিযোগ তুলেছেন তিনি। কারণ এই বহুতলের লেআউটের দিন থেকেই, বেনুবাবুর বাড়িতে ফাটল ধরেছিল। সেই নিয়ে কাঁথি পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন এই প্রতিবেশী। পুরসভায় বৈঠক হয়েছিল। বেণুবাবুর দাবি, সেই বৈঠকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই দেবকৃষ্ণ বড়াই।

কিন্তু আজও তা মেলেনি। বেনুবাবুর আরও অভিযোগ, এই বহুতলের জন্য কাঁথি পুরসভা থেকে ডোমেস্টিক প্লান অনুমোদন হলেও, বাস্তবে কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করছেন বাড়ি মালিক। যে কারণে নির্মাণের সময় থেকেই, এই বিল্ডিং এর গায়ে, বিক্রি অথবা ভাড়ার জন্য বিজ্ঞাপনের ফ্লেক্স লাগানো হয়েছে। সেখানে দেবকৃষ্ণ বড়াই এর মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। এছাড়াও একটা বহুতল নির্মাণ হলে তার চারপাশে দমকলের নিয়ম অনুযায়ী যতটা জায়গা ছাড়া জরুরী, তা মানা হয়নি বলে বেনুবাবুর অভিযোগ।

ইতিমধ্যেই এই বহুতলটি সরজমিনে তদন্ত করে দেখেছেন কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। তিনি স্পষ্ট জানাচ্ছেন এই বহুতল বেআইনি। এমনকি কাঁথি পুরসভা এই বহুতলের জন্য যে প্লান দিয়েছিল, তা না মেনেই এই বিল্ডিং নির্মাণ হয়েছে বলে পুরসভার ইঞ্জিনিয়ারের দাবি। নিয়ম মত বিল্ডিং এর চারিদিকে জায়গা ছাড়া হয়নি।

আবার কাঁথি পুরসভা সূত্রে প্রকাশ, ২১ মিটার পর্যন্ত বহুতল নির্মাণের অনুমোদন দিতে পারে পুরসভা। কিন্তু এই বহুতলের উপরের তল প্লানের মধ্যে নেই। তবুও বাড়ি মালিক সেই তল নির্মাণ করেছেন। এই নিয়ে শুনুন কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরার বিস্ফোরক মন্তব্য। তাঁর দাবি ” কোন প্ল্যান ছাড়াই বাড়ি তৈরি করেছেন। বে- আইনি হলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না কেন? সেটা পুরপ্রধান বলতে পারবে! তদন্ত করে দেখেছি বহুতল বাড়িটি অবৈধ নির্মাণ করা হয়েছে “!

এই বহুতল নির্মাণ হয়েছে কাঁথি পুরসভার ১৪ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর হলেন সুবল মান্না। তিনি আগে কাঁথি পুরসভার পুরপ্রধান ছিলেন। তাঁর নিজের ওয়ার্ডে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে অভিযোগ ওঠায়, পুরপ্রধানের চেয়ারে বসে, সেই নির্মাণ ভেঙ্গে দেওয়ার কথা জানিয়েছিলেন সুবল মান্না। তারপর কালের নিয়মে সময় গড়িয়েছে। পুরপ্রধানের পদ হারিয়েছেন সুবল মান্না।

কিন্তু বাইপাস সংলগ্ন সেই বেআইনি নির্মাণ বহাল তবিয়তে মাথা তুলে দাড়িয়ে আছে। ভাবখানা এমন যেন, যে বহুতলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় হয়, তাকে ভাঙ্গে কার সাধ্যি ? আর এই বহুতল নির্মাণের জন্য, যার নামে অভিযোগ তুলছে বিজেপি, সেই প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। এই অভিযোগ সম্পর্কে বারবার জানতে চাওয়া হলেও তিনি কোন মন্তব্য করেননি।

কাঁথি শহরের মণ্ডলের সভাপতি তথা ১৮ নং পরে কাউন্সিলর সুশীল দাস বলেন ” এই প্রধান শিক্ষক অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো, তৃণমূলের নির্বাচনী কার্যালয়কে দেখিয়ে বেআইনি নির্মাণের তকমা ঢাকতে চাইছেন। এই বেআইনি নির্মাণ ভাঙ্গার জোরালো দাবি তুলেছি। এনিয়ে আমরা পুরসভা মিটিং তুলবো “!

Latest News

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...

Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সবজি বাজারে আচমকা হানা টাস্ক ফোর্সের! আপাত স্বস্তিতে মধ্যবিত্তরা

বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike)...

More like this

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...