Homeখেলার খবরPak Vs Ire: ফখর-রিজওয়ানের ঝড়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমতায় ফিরল পাকিস্তান

Pak Vs Ire: ফখর-রিজওয়ানের ঝড়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমতায় ফিরল পাকিস্তান

Published on

আয়ারল্যান্ডের কাছে সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল পাকিস্তান (Pak Vs Ire)। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে আইরিশদের হারিয়ে সমতায় ফিরেছে পাক বাহিনী। ডাবলিনে আয়ারল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে পেরিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সহজ জয় পেয়েছে মহম্মদ রিজওয়ান ও ফখর জামানের ঝড়ে। ফখর ৪০ বলে ৭৮ রান করে আউট হলেও রিজওয়ান ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। ৬টি ছক্কা মেরেছেন ফখর, রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৪টি ছক্কা। রিজওয়ান ফেরার পর ব্যাটিংয়ে নামেন আজম খান। পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খানের পুত্র ক্রিজে নেমেই রীতিমতো ঝড় তোলেন মাত্র ১০ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।

এদিন টসে জিতে বিপক্ষ দলকে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। আয়ারল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯৩ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় বলে ছক্কা মেরে রানের খাতা খোলা সাইম আইয়ু্ব মার্ক অ্যাডাইরের করা পরের বলটিকে শর্ট মিডউইকেটের ফিল্ডার কার্টিস ক্যাম্ফারের হাতে তুলে দেন। এরপর ক্রিজে আসা অধিনায়ক বাবর আজম কোনও রান না করেই ফেরেন পরের ওভারে। দলের স্কোর তখন ২ উইকেটের বিনিময়ে ১৩। গ্রাহাম হিউমের বলে উইকেটকিপারকে ক্যাচ দেন বাবর।

এরপর জুটি বাঁধেন ফখর-রিজওয়ান। তৃতীয় উইকেটে ১৪০ রান যোগ করেন দুজনে। শুরু থেকে আস্কিং রান রেটের সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করেছেন দুজন। তৃতীয় থেকে সপ্তম, এই পাঁচ ওভারেই দলের রানটাকে ৭১–এ নিয়ে যান ফখর-রিজওয়ান। পরের তিন ওভারে ১৬ রান দিয়ে একটু লাগাম টেনে ধরেছিল আইরিশরা।

তবে কার্টিস ক্যাম্ফারের করা ১১তম ওভারে ১৪ রান নিয়ে আবার নাটাই নিজেদের হাতে তুলে নেন রিজওয়ান-ফখর। পরের ওভারে প্রথম বলে বেন হোয়াইটকে ছক্কা মেরে ৩৪তম বলে ফিফটি পেয়ে যান রিজওয়ান। দুই ওভার পরে ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছান ফখরও। ৩১ বলে ৫০ ছোঁয়া ফখর পরের দুই বলে তোলেন আরও ১০ রান। ৪০ বলে ৭৮ রান করা ফখর ফেরেন ১৫তম ওভারে দলকে ১৫৩ রানে রেখে। ফখর ফেরার পর ৩৩ বলে ৪১ রান দরকার ছিল পাকিস্তানের। সমীকরণটা ১৪ বলেই মিলিয়ে ফেলেন রিজওয়ান-আজমরা। ১৭তম ওভারে আজমের তিন ছক্কার শেষটিই জিতিয়ে দেয় পাকিস্তানকে। ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ রিজওয়ান।

এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৩ রান। ৩৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন লোরকান টাকার। এ ছাড়া হ্যারি টেক্টর ২৮ বলে ৩২ ও শেষ দিকে গ্যারেথ ডেলানি ১০ বলে ২৮ ও কার্টিস ক্যাম্ফার ১৩ বলে ২২ রান করেন। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

Latest News

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...

Telecom New Rule: ১ জানুয়ারি থেকে বদলে যাবে টেলিকমের এই নিয়ম, সরাসরি প্রভাব সমস্ত নেটওয়ার্কে

সরকার সময়ে সময়ে টেলিযোগাযোগের নিয়মগুলি (Telecom New Rule) সংশোধন করে। টেলিকম আইনে কিছু নিয়ম...

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

More like this

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...