নিজস্ব প্রতিনিধি,মালদাঃ কৃষক ও পরিযায়ী শ্রমিকদের মোট ১৩ দফা দাবি-দাওয়া তুলে ব্লক প্রশাসনিক ভবনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বামফ্রন্ট নেতৃত্ব।বামফ্রন্টের সারা ভারত কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়নের তরফের শুক্রবার বিকেলে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে এই কর্মসূচি করা হয়। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন, মালদা জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা, মানিকচক বামফ্রন্ট নেতা মোজাফফর হোসেন, শ্যামল বসাক , সুব্রত সরকার, রত্না ভট্টাচার্য সহ শতাধিক দলীয় কর্মী সমর্থক।
প্রথমে দলীয় কার্যালয় থেকে দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে একটি মিছিল করে বামফ্রন্ট নেতৃত্ব। মিছিলটি মানিকচক স্ট্যান্ড এর বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানেই বন্ধন নেতৃত্বে চলতে থাকে অবস্থান বিক্ষোভ।রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে চলতে থাকে বিক্ষোভ। এরপর বামফ্রন্টের একটি প্রতিনিধিদল বিডিও সুরজিৎ পণ্ডিতের কাছে দাবি দাওয়ার স্মারকলিপি প্রদান করেন।দাবিদাওয়া গুলি হল,কৃষকদের ঋণ মুকুপ, কর্মহীন মানুষদের খাদ্যশস্য দেওয়া, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, পরিযায়ী সময়ের কর্মসংস্থান খাদ্যশস্যের পর্যাপ্ত ব্যবস্থা সহ স্থানীয় ব্যবস্থা করা সহ ১৩ দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়।
এ প্রসঙ্গে জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা বলেন, কৃষক ও শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে।দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন। সর্বত্রই দুর্নীতি চালাচ্ছে বিজেপি তৃণমূল।তাদের সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন লাগাতার চলতে থাকবে বামফ্রন্টের।