Homeবিদেশের খবরShootout on PM: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা, কয়েক রাউন্ড গুলি চালায়...

Shootout on PM: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা, কয়েক রাউন্ড গুলি চালায় দুস্কৃতি

Published on

বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী (Shootout on PM) রবার্ট ফিকো। বুধবার বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে ওই বন্দুকধারী। আহত অবস্থায় তাকে বানস্কা বাইস্ট্রিকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা। স্লোভাকিয়ান মিডিয়া জানিয়েছে, বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে চারটি গুলি চালানো হয়। এসময় একটি গুলি ফিকোর পেটে আঘাত করে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বেশ কয়েকটি গুলির শব্দ শোনতে পেয়েছেন তিনি। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আরও জানান, নিরাপত্তা কর্মকর্তারা এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেছেন।

প্রধানমন্ত্রীর ওপর এমন ‘জঘন্য ও বর্ববর’ হামলার নিন্দা করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা। ফিকোর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে দেশের মাটিতে এমন সহিংসতার কোনও স্থান নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুজানা।

তৃতীয়বারের মতো স্লোভাকিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। ৩০ সেপ্টেম্বর স্লোভাকিয়ায় অনুষ্ঠিত পার্লামেন্টারি নির্বাচনে তার বামপন্থী দল জয় লাভ করে। রাশিয়ার পক্ষে এবং আমেরিকাবিরোধী প্রচার চালিয়েছিল ফিকোর বামপন্থী দল।

দুই বছর আগে রাশিয়া যখন ইউক্রেইনে আক্রমণ করে তখন কিয়েভের ঘনিষ্ঠ মিত্রদের একজন ছিল স্লোভাকিয়া। কিন্তু গত অক্টোবরে ফিকো প্রধানমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। ফিকো কিয়েভে স্লোভাক সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছেন।ফিকো পশ্চিমাদের ইউক্রেইনকে সমারিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে ও মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে বলেছেন।

ফিকো আরও বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অন্যায়ভাবে খলনায়ক’ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি এও বলেছেন, ইউক্রেইনকে নেটোতে যুক্ত করা হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে পেলেগ্রিনি তার নির্বাচনী প্রচারে একই সুরে কথা বলেছিলেন। বলেছিলেন, তার প্রতিদ্বন্দ্বী করকক একজন যুদ্ধবাজ নেতা এবং তিনি যদি ভোটে জেতেন তবে স্লোভাকিয়ার সৈন্যদের যুদ্ধ করতে ইউক্রেইনে পাঠাবেন-অথচ দেশটির সংবিধানে প্রেসিডেন্টকে সে ক্ষমতা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের উদ্বেগ, ফিকোর শাসনে স্লোভাকিয়ায় পশ্চিমপন্থী নীতির পরিবর্তন হয়েছে এবং তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টার অর্বানের নেতৃত্ব অনুসরণ করবেন। ফিকোর নীতির বিরোধিতা করে রাজধানীসহ পুরো স্লোভাকিয়াজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছিল হাজার হাজার মানুষ।গুরুত্বপূর্ণ ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে এই গুলির ঘটনাটি ঘটলো। ওই নির্বাচনে ২৭ দেশের এই জোটটির জনরঞ্জনবাদী এবং কট্টর-ডানপন্থী দলগুলো জয় লাভ করবে বলে মনে করা হচ্ছে।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...