Friday, November 1, 2024
Homeদেশের খবরছন্দে ফিরছে হলদিয়া বন্দর! দীর্ঘ ২০ বছর পর রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে...

ছন্দে ফিরছে হলদিয়া বন্দর! দীর্ঘ ২০ বছর পর রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে এল “এমভি বাল্ক জাপান”

Published on

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দীর্ঘ প্রায় দু-দশক পর আবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বন্দর ছন্দে ফিরতে শুরু করেছে। রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে এল এক বিদেশী জাহাজ। বন্দরে নাব্যতা বৃদ্ধির কারনে বন্দরেই নোঙর করল ওই বিদেশী জাহাজটি।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হিসেবে কয়লার চাহিদা বেশি। সেই চাহিদা পূরণে ৩৮ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে হলদিয়া বন্দরে ৫ নম্বর কোল বার্থে আসে “এমভি বাল্ক জাপান” নামে ওই বিদেশি জাহাজটি। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে রিচার্ডসবে বন্দর থেকে কয়লা বোঝাই জাহাজটি আজ হলদিয়ায় পৌঁছল। দীর্ঘ ২০ বছরে এই প্রথম হলদিয়া বন্দরে রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে এল “এমভি বাল্ক জাপান” নামক জাহাজটি।

হলদিয়া বন্দর সূএে জানা গিয়েছে, ইডেন চ্যানেল খননের পর গত তিন বছরে হলদিয়া বন্দরের নাব্যতা বেড়েছে। ড্রেজিং এর ফলে এখন প্রতি বৎসর 0.2 মিটার করে নাব্যতা বৃদ্ধি পাচ্ছে। এখন ৭.৫ মিটার থেকে ৮.১ মিটার দাঁড়িয়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষার সময় ভরা জোয়ারে নাব্যতা বেড়ে এগিয়ে ৮.৫ মিটার পর্যন্ত পৌঁছয়। এর ফলে হলদিয়ায় বেশি পণ্য নিয়ে জাহাজ আসার ক্ষেএে আর কোনও অসুবিধা রইল না।আরও জানা গিয়েছে, এই নাব্যতা বৃদ্ধি ও যন্ত্রের মাধ্যমে জাহাজে দ্রুত পণ্য ওঠা নামার জন্য হলদিয়া বন্দরে পণ্য পরিবহন বেড়ে গিয়েছে। ২০১৮ -১৯ সালে বন্দরে ৪৫.২ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহন হয়েছিল এবং ২০১৯-২০ সালে তা আরও বেড়ে গিয়ে ৪৭ মিলিয়ন টনে পৌঁছয়। তবে লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরছে হলদিয়া বন্দর তা বলাই বাহুল্য।

হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অভয় মহাপাত্র বলেন, ২০০০-০১ সাল নাগাদ শেষবার হলদিয়া বন্দরে ৩৯ থেকে ৪০ হাজার টন পণ্য নিয়ে বিদেশী জাহাজ এসেছিল। তারপরে নাব্যতা সমস্যার কারনে দীর্ঘদিন এত বেশি পরিমাণ পণ্য নিয়ে হলদিয়া বন্দরে কোন বিদেশী জাহাজ আসতে পারেনি। গত দু’ আড়াই বছরে হুগলি নদীর হলদিয়া চ্যানেলের নাব্যতা বেড়ে যাওয়ায় বেশি পণ্য নিয়ে আসতে পারছেনা জাহাজ। এদিন বাল্ক জাপান জাহাজটি কুড়ি বছরের মধ্যে সবচেয়ে বেশি পণ্য আনার রেকর্ড করল। তিনি আরও জানান গত বছর নভেম্বরে ৩৬ হাজার ৬৯৫ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে সিঙ্গাপুর থেকে এমভি সাইনিং নামে একটি জাহাজ সবচেয়ে বেশি পণ্য নিয়ে এসেছিল। তারপর আর বেশি পণ্য নিয়ে এল এই বিদেশী জাহাজটি।

Latest articles

LPG Cylinder Price Hike: উৎসবের আবহেই বাড়ল রান্নার গ্যাসের দাম! আপনার শহরের নতুন রেট জেনে নিন

সারা দেশ দীপাবলির উৎসব উদযাপন করছে। একই সঙ্গে সরকারি তেল কোম্পানিগুলি মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বড়...

Kali Puja: জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এখানে এসেছিলেন সুনীল দত্ত! পুজো দিয়েছিলেন মায়ের কাছে

মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই সময় কোনও এক কাজের জন্য কলকাতায়...

Kolkata Police: কালীপুজোতে একের পর এক অগ্নিকাণ্ডের জের! ফানুস নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের

কালী পুজো আলোর উৎসব। অমব্যাসার ঘন কালো রাতকে সরিয়ে মানুষ আলোর উৎসবে মেতে ওঠেন।...

Mamata Banerjee: কালী পুজো নিয়ে নতুন গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! গাইলেন ইন্দ্রনীল সেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ৪৭ বছরে পড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ...

More like this

Kali Puja: জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এখানে এসেছিলেন সুনীল দত্ত! পুজো দিয়েছিলেন মায়ের কাছে

মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই সময় কোনও এক কাজের জন্য কলকাতায়...

Kolkata Police: কালীপুজোতে একের পর এক অগ্নিকাণ্ডের জের! ফানুস নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের

কালী পুজো আলোর উৎসব। অমব্যাসার ঘন কালো রাতকে সরিয়ে মানুষ আলোর উৎসবে মেতে ওঠেন।...

Mamata Banerjee: কালী পুজো নিয়ে নতুন গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! গাইলেন ইন্দ্রনীল সেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ৪৭ বছরে পড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ...