Homeদেশের খবরছন্দে ফিরছে হলদিয়া বন্দর! দীর্ঘ ২০ বছর পর রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে...

ছন্দে ফিরছে হলদিয়া বন্দর! দীর্ঘ ২০ বছর পর রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে এল “এমভি বাল্ক জাপান”

Published on

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দীর্ঘ প্রায় দু-দশক পর আবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বন্দর ছন্দে ফিরতে শুরু করেছে। রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে এল এক বিদেশী জাহাজ। বন্দরে নাব্যতা বৃদ্ধির কারনে বন্দরেই নোঙর করল ওই বিদেশী জাহাজটি।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হিসেবে কয়লার চাহিদা বেশি। সেই চাহিদা পূরণে ৩৮ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে হলদিয়া বন্দরে ৫ নম্বর কোল বার্থে আসে “এমভি বাল্ক জাপান” নামে ওই বিদেশি জাহাজটি। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে রিচার্ডসবে বন্দর থেকে কয়লা বোঝাই জাহাজটি আজ হলদিয়ায় পৌঁছল। দীর্ঘ ২০ বছরে এই প্রথম হলদিয়া বন্দরে রেকর্ড সংখ্যক পণ্য নিয়ে এল “এমভি বাল্ক জাপান” নামক জাহাজটি।

হলদিয়া বন্দর সূএে জানা গিয়েছে, ইডেন চ্যানেল খননের পর গত তিন বছরে হলদিয়া বন্দরের নাব্যতা বেড়েছে। ড্রেজিং এর ফলে এখন প্রতি বৎসর 0.2 মিটার করে নাব্যতা বৃদ্ধি পাচ্ছে। এখন ৭.৫ মিটার থেকে ৮.১ মিটার দাঁড়িয়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষার সময় ভরা জোয়ারে নাব্যতা বেড়ে এগিয়ে ৮.৫ মিটার পর্যন্ত পৌঁছয়। এর ফলে হলদিয়ায় বেশি পণ্য নিয়ে জাহাজ আসার ক্ষেএে আর কোনও অসুবিধা রইল না।আরও জানা গিয়েছে, এই নাব্যতা বৃদ্ধি ও যন্ত্রের মাধ্যমে জাহাজে দ্রুত পণ্য ওঠা নামার জন্য হলদিয়া বন্দরে পণ্য পরিবহন বেড়ে গিয়েছে। ২০১৮ -১৯ সালে বন্দরে ৪৫.২ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহন হয়েছিল এবং ২০১৯-২০ সালে তা আরও বেড়ে গিয়ে ৪৭ মিলিয়ন টনে পৌঁছয়। তবে লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরছে হলদিয়া বন্দর তা বলাই বাহুল্য।

হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অভয় মহাপাত্র বলেন, ২০০০-০১ সাল নাগাদ শেষবার হলদিয়া বন্দরে ৩৯ থেকে ৪০ হাজার টন পণ্য নিয়ে বিদেশী জাহাজ এসেছিল। তারপরে নাব্যতা সমস্যার কারনে দীর্ঘদিন এত বেশি পরিমাণ পণ্য নিয়ে হলদিয়া বন্দরে কোন বিদেশী জাহাজ আসতে পারেনি। গত দু’ আড়াই বছরে হুগলি নদীর হলদিয়া চ্যানেলের নাব্যতা বেড়ে যাওয়ায় বেশি পণ্য নিয়ে আসতে পারছেনা জাহাজ। এদিন বাল্ক জাপান জাহাজটি কুড়ি বছরের মধ্যে সবচেয়ে বেশি পণ্য আনার রেকর্ড করল। তিনি আরও জানান গত বছর নভেম্বরে ৩৬ হাজার ৬৯৫ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে সিঙ্গাপুর থেকে এমভি সাইনিং নামে একটি জাহাজ সবচেয়ে বেশি পণ্য নিয়ে এসেছিল। তারপর আর বেশি পণ্য নিয়ে এল এই বিদেশী জাহাজটি।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...