যাত্রীদের কথা ভেবে দারুন কাজ করল ভারতীয় রেল (Indian Railways)। UTS অ্যাপে দারুণ বদল আনল ভারতীয় রেল। বাড়ি বসেই কেটে ফেলতে পারেন লোকাল ট্রেনের টিকিট। লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য আর কোনও গণ্ডির ব্যবধান রাখছে না ভারতীয় রেল। বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।
রেল সূত্রে (Indian Railways) খবর, UTS অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন।
এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে। এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না, বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই, রেল যাত্রীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস নজরে এসেছে। শুধু তাই নয় রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। এই বিশেষ গণ্ডির ব্যবধান তুলে দেওয়ার ফলে অনেকেরই সুবিধা হবে বলে জানা গিয়েছে।