নিজস্ব প্রতিনিধি, নিউ টাউনঃ লকডাউনের জেরে দীর্ঘদিন পর প্রাতঃভ্রমনে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ ও যোগা করতে দেখা গেল পুরানো সঙ্গীদের সাথে দিলীপ বাবুকে।যোগার তিনই ছিলেন উপদেশক।
এদিন তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বিভিন্ন পার্ক সেই কারণে ঠিকমতো প্রাতঃভ্রমণ করতে পারেনি। তবে তাদের যা পুরানো সঙ্গী ছিল আজ থেকে তারা আবার প্রাতঃভ্রমণে আসতে শুরু করেছেন। ভার্চুয়াল বৈঠক নিয়ে জানতে চাইলে তিনই বলেন, বিজেপি মানুষের দারুণ সাড়া পাচ্ছে। তিনমাস বাড়িতে বসে থাকলেও মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিজেপির কার্য কর্তারা। বিভিন্ন জায়গায় ত্রান দিতে যাচ্ছেন এবং পার্টির নানান কাজে যুক্ত আছেন।
তৃণমূলের ৪ঠা জুলাই ভার্চুয়াল বৈঠক নিয়ে বলেন, একই পথে হাঁটছে তৃণমূল। বুঝতে দেরি করে ফেলেছে তারা এটা আরও আগে করা উচিত ছিল। সভা করতে গেলে খরচ হয়। তারপর গাড়ি রাখা নিয়ে মারামারি, তীব্র যানজটে সাধারন মানুষের হয়রানি তার থেকে ভার্চুয়াল বৈঠকই শ্রেয়।
করোনা নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, এ রাজ্যে যখন আক্রান্তের সংখ্যা কম ছিল তখনও টেস্টিং , হাসপাতাল ব্যবস্থা ঠিক ছিল না । এখন সংক্রমণ বেড়ে গেছে তাতেও চিকিৎসা পরিকাঠামো ঠিক নেই, জায়গায় জায়গায় নার্স, ডাক্তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখনও যদি না আটকানো যায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। লকডাউন খুলে গিয়েছে। মানুষ যখন ঘর থেকে বের হচ্ছেন তখন তাদেরকে আটকাতে পুলিশ যাচ্ছে , এই কারণে পুলিশি বেশি আক্রান্ত হচ্ছেন। পুলিশের সুরক্ষার ব্যবস্থা টা গুরুত্ব দিয়ে দেখা উচিত।
একুশের নির্বাচন নিয়ে বলেন , বাম, কংগ্রেস এবং তৃণমূল তারা ঠিক করে রেখেছে একসাথে লড়বেন কিনা কারও সঙ্গে যাবে ! তবে বিজেপি ঠিক করে রেখেছে একাই লড়বে আর জিতলে বাংলার পরিবর্তন করবে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।