শেষপর্যন্ত সত্যি হলো জল্পনা-কল্পনা। নতুন কোচ (Bercelona Coach) হিসেবে জার্মান হানসি ফ্লিককে বেছে নিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। স্বদেশি জাভি হার্নান্দেজকে বরখাস্ত করার মাত্র পাঁচ দিনের মধ্যে ফ্লিককে নিয়োগ দিল তারা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের নিজেদের হ্যান্ডেলে ফ্লিককে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা। বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক এই কোচের সঙ্গে বার্সার চুক্তি হয়েছে দুই বছরের জন্য।
গত ৭ বছরে এ নিয়ে ষষ্ঠ কোচের শরনাপন্ন হলো বার্সেলোনা। লুইস এনরিকের পর ২০১৭তে এরনেস্তো ভেলভার্দেকে দায়িত্ব দেয় তারা। আড়াইবছর পর তাকে সরিযে কিকি সেতিয়েনকে, ৭ মাস পর রোনাল্ড কোম্যান, ১৪ মাস পর সের্জি বারহুয়ান, ২০২১-এর নভেম্বরে জাভিকে দায়িত্ব দিয়েছিল বার্সেলোনা কর্তৃপক্ষ।
হানসি ফ্লিক হচ্ছেন স্প্যানিশ ক্লাবটির তৃতীয় জার্মান কোচ। এর আগে জার্মানির হেনেস ভিসভিলার (১৯৯৭৫-৭৬) ও উডো লাটেক (১৯৮১-৮৩) স্প্যানিশ জায়ান্টের কোচ ছিলেন। একটি বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘এমন একজনকে বেছে নেয়া যিনি হাইপ্রেসিং, তীব্র এবং সাহসী খেলার শৈলীর জন্য সুপরিচিত, যা তাকে ক্লাব ও আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে।’
Hans-Dieter Flick. 💙❤️ pic.twitter.com/xgVYoorTZQ
— Hansi Flick 🇩🇪 (@Hansiflickk) May 29, 2024
বার্সার কোচ হওয়ার প্রতিক্রিয়ায় ফ্লিক বলেছেন, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। তার (প্রেসিডেন্ট লাপোর্তা) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকেও। বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।’
৫৯ বছর বয়সী ফ্লিকের সেরা সাফল্য ছিল ২০১৯-২০ মরশুমে বায়ার্ন মিউনিখকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি শিরোপা জেতানো। সেবারই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। বায়ার্নে সাফল্যের সুবাদে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক, যা পরে তাকে জার্মানি জাতীয় দলের পথেও এগিয়ে দেয়। এরপর জার্মান জাতীয় দলের কোচ হয়েছিলেন ফ্লিক।
টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করলেও শেষটা ভালো হয়নি। ২৫ ম্যাচে তার অধীনে জার্মানি জয় পেয়েছিল ১২ ম্যাচে। কাতার বিশ্বকাপে ব্যর্থতার জেরে জার্মান জাতীয় দলের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন ফ্লিক। এরপর ৯ মাস বেকার থাকার পর আবারও ক্লাব ফুটবলে ফিরলেন ফ্লিক। তার নতুন যাত্রাটা হচ্ছে বার্সেলোনার ডাগআউটে। এর আগে এফসি ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে ১৯৯৬ সালে কোচিং ক্যারিয়ার শুরু হয় এই জার্মান টেকটিশিয়ানের। বার্সেলোনাকে ফ্লিক কি সাফল্য এনে দিতে পারেন সেটাই দেখার।