তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে আরও ৭১ জন সাংসদ মন্ত্রী হিসেবে শপথ (Modi Cabinet Portfolio) নেন। মোদী সরকারের ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মোদীর মন্ত্রিসভায় ৩৩ জন নতুন মুখ। এ
কই সঙ্গে ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী সহ ৩৪ জন প্রবীণকে জায়গা দেওয়া হয়েছে, যারা মোদির প্রথম বা দ্বিতীয় মন্ত্রীসভায় মন্ত্রী ছিলেন। এনডিএ শরিকদের থেকে পাঁচজন সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, উল্লেখযোগ্য বিষয় হল, আগের তুলনায় মোদি মন্ত্রীসভায় মহিলা মন্ত্রীর সংখ্যাও কমেছে। মহিলাদের প্রতিনিধিত্ব ১২ থেকে ৭-এ নেমে এসেছে।
Grateful to Hon PM @narendramodi ji for giving me the opportunity to serve under his leadership. We shall fulfil the vision of Viksit Bharat with his guidance. pic.twitter.com/miZrCNUsH8
— Nirmala Sitharaman (Modi Ka Parivar) (@nsitharaman) June 10, 2024
Nirmala Sitharaman (@nsitharaman) is administered the Oath of Office and Secrecy by President Droupadi Murmu at @rashtrapatibhvn #OathCeremony #SwearingInCeremony #ShapathGrahan pic.twitter.com/MaYJAxb8mc
— PIB India (@PIB_India) June 9, 2024
নরেন্দ্র মোদি – ৩.০ মন্ত্রীসভায় মাত্র সাতজন মহিলা সাংসদ জায়গা পেয়েছেন। মহিলাদের প্রতিনিধিত্ব ১২ থেকে ক্মে ৭ হয়েছে। তাদের মধ্যে দুজন ক্যাবিনেট মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী হয়েছেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নির্মলা সীতারমন ও অন্নপূর্ণা দেবী। ঝাড়খণ্ডের কোডার্মা থেকে লোকসভার সাংসদ অন্নপূর্ণা দেবী আগে প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু এবার পদোন্নতি পেয়েছেন। যে পাঁচ মহিলা প্রতিমন্ত্রী হয়েছেন তাঁরা হলেন অনুপ্রিয়া প্যাটেল, শোভা করন্দলজে, রক্ষা খড়সে, সাবিত্রী ঠাকুর এবং নিমুবেন ভামানিয়া। নতুন মুখরা হলেন রক্ষা, সাবিত্রী ও নিমুবেন।
तीसरी बार मंत्रिपरिषद की सदस्य के रूप में पुनः माँ भारती की सेवा का सुअवसर देने के लिए आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी का हृदय से आभार। pic.twitter.com/N2lTNjGdAe
— Anupriya Patel (@AnupriyaSPatel) June 10, 2024
मैं, अनुप्रिया पटेल सत्यनिष्ठा से प्रतिज्ञान करती हूं कि…https://t.co/mAmFtsgT1c pic.twitter.com/YeHvfOC40Z
— Anupriya Patel (@AnupriyaSPatel) June 10, 2024
২০১৯ সালে মোদি মন্ত্রিসভায় ১২ জন মহিলা ছিলেন। সেবার শপথ নিয়েছিলেন নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি ও হরসিমরত কাউর বাদল। প্রতিমন্ত্রী করা হয় নিরন্তর জ্যোতি, শোভা কে, প্রতিমা ভৌমিক, অনুপ্রিয়া প্যাটেল, মীনাক্ষী লেখী, রেণুকা সরুতা, ভারতী পাওয়ার, অন্নপূর্ণা দেবী, দর্শনা জারদোশকে।
#WATCH | BJP leader Annapurna Devi sworn-in as Union Minister in the Prime Minister Narendra Modi-led NDA government pic.twitter.com/jsGZhstKQs
— ANI (@ANI) June 9, 2024
মোদির নতুন মন্ত্রিসভায় উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী মোদি সহ ১১ জন মন্ত্রী রয়েছেন। বিহারের মোট আটজন সাংসদকে মন্ত্রী করা হয়েছে। মহারাষ্ট্রে দুই ক্যাবিনেট মন্ত্রী সহ ৬ জন শপথ নিয়েছেন। গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে পাঁচজন করে সাংসদকে মন্ত্রী করা হয়েছে। হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে তিনজন করে মন্ত্রী নিয়োগ করা হয়েছে। ওড়িশা, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং কেরালায় দুজন করে মন্ত্রী রয়েছেন। রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়করি, নির্মলা সীতারমন এবং এস জয়শঙ্কর সহ ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী সহ ৩৪ জন পুরানো মন্ত্রীকে এবারও জায়গা দেওয়া হয়েছে।