ক্লাব বিশ্বকাপ খেলতে চায় না রিয়াল (Real Madrid)! কোচ কার্লো আনচেলত্তির এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানায়, ক্লাব বিশ্বকাপ খেলতে চায় তারা।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ৬৫তম জন্মদিনে ইতালির দৈনিক ‘ইল জোর্নালে’ এক সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে আনচেলত্তি বলেন, ‘ফিফা এটি (ক্লাব বিশ্বকাপ আয়োজনের ভাবনা) ভুলে যেতে পারে। ফুটবলাররা ও ক্লাবগুলো ওই টুর্নামেন্টে খেলবে না। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্য ২ কোটির সমান। সেখানে পুরো টুর্নামেন্টের জন্য ২ কোটি ইউরোর প্রস্তাব দিচ্ছে ফিফা। রিয়াল খেলবে না। আমাদের মতো অন্যান্য ক্লাবগুলোও এই আমন্ত্রণ ফিরিয়ে দেবে।’
🚨 Carlo Ancelotti: “In my interview with Il Giornale, my words about the FIFA Club World Cup have not been interpreted in the way I intended”.
“Nothing could be further from my interest than rejecting the possibility of playing a tournament that I think can be a great… pic.twitter.com/5FBg0PtFna
— Fabrizio Romano (@FabrizioRomano) June 10, 2024
আনচেলত্তির এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এনিয়ে প্রবল আলোচনা হয়। তবে কয়েক ঘণ্টা পরই রিয়াল এক বিবৃতিতে জানায়, আনচেলত্তির মন্তব্যকে ভুলভাবে প্রচার করা হয়েছে। আর ক্লাব বিশ্বকাপ না খেলার পরিকল্পনা কখনোই ছিল না তাদের।
বিবৃতিতে রিয়াল লেখে, ‘আমাদের ক্লাব পরিকল্পনা অনুযায়ীই, এই অফিসিয়াল টুর্নামেন্টে অংশ নেবে, যেখানে গর্ব ও সর্বোচ্চ উদ্দীপনার সঙ্গে এবং সারা বিশ্বের লাখো-কোটি সমর্থকদের আরেকটি শিরোপা জেতানোর স্বপ্ন নিয়ে আমরা মাঠে নামব।’
আগামী বছরের জুন থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। এরই মধ্যে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতি চার পরপর অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। তবে প্রতি বছর ক্লাব বিশ্বকাপ নামে যে টুর্নামেন্টটি হয়ে চলেছে, সেটিও হবে ‘ইন্টারকন্টিনেন্টাল কাপ’ নামে।