টানা বৃষ্টিতে বেহাল দশা উত্তরের ৷ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে ৷ তবে সোমবার থেকেই গাঙ্গেয় বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Report) দিল আলিপুর হাওয়া অফিস। ফলত টানা তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর ৷ রবিবার থেকেই পশ্চিমের কয়েকটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি নেই বলে খবর হাওয়া অফিস সূত্রে ৷
চলতি সপ্তাহে বর্ষা দক্ষিণবঙ্গে পুরোপুরি প্রবেশ করতে চলেছে । তাপপ্রবাহ বন্ধের পাশপাশি তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম এখনই কমছে না। বর্ষা পুরোপুরি প্রবেশের পরে বঙ্গবাসীর এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে বলে জানিয়েছেন আবহবিদরা। বঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে ৷ সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে মেঘালয় পর্যন্ত এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।”
আজ, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে (Weather Report)। আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামী ৪-৫ দিনের মধ্যেই বঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে ৷ সোমবার দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।