কয়েকদিন আগেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Sirsendu Mukhopadhyay) ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতলে। বর্তমানে হাসপাতাল থেকে জানানো হয়েছে অনেকটাই ভাল আছেন তিনি।
গত ১৫ই জুন শ্বাসকষ্ট এবং অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দনের সমস্যা নিয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি হন শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Sirsendu Mukhopadhyay)। হাসপাতাল থেকে তার অস্ত্রোপচাররের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে অস্ত্রোপচার করে বদলানো হয় তার পেসমেকার এবং পালস জেনারেটার । পেসমেকার পুরোনো হয়ে যাওয়াতেই ভুগছিলেন তিনি। হাসপাতাল জানিয়েছে যে পেসমেকার বদলানোর সময় সামান্য শ্বাসকষ্ট হয় তার। তবে বর্তমানে স্তিতিশীল রয়েছেন ৮৮ বছরের প্রবীণ সাহিত্যিক । তার শারীরিক উন্নতিও হয়েছে।
বাংলাদেশের মৈমনসিংয়ে ২রা নভেম্বর, ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন শীর্ষেন্দু (Sirsendu Mukhopadhyay)। ১৯৫৯ সালে “দেশ” পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প “জল তরঙ্গ” (Jal Taranga)। ৭ থেকে ৮ বছর পর ‘দেশ’ পত্রিকার বার্ষিক পূজা সংস্করণে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ঘুনপোকা'(Ghunpoka) । শিশুদের জন্য লেখা তার প্রথম উপন্যাস ছিল ‘মনোজদের অদভুত বাড়ি’ (Manojder Adhbut Bari)। এই উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র। তার সৃষ্টি গোয়েন্দা চরিত্র শবর দাসগুপ্ত (Shabor Dasgupta) জনপ্রিয়তা পায় পাঠকমহলে। পরে কিছু শবর উপন্যাসগুলির ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করা হয় ।
বর্তমানে হাসপাতলে ভর্তি রয়েছেন শীর্ষেন্দু (Sirsendu Mukhopadhyay)। তার শারীরিক পরিস্থির ওপর নজর রাখছেন চিকিৎসকরা। কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাকে।