Homeখেলার খবরCopa America: আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

Copa America: আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

Published on

ইউরোর (Copa America) ‘গ্রুপ অব ডেথে’ নিজেদের প্রথম ম্যাচ জিতে আজ একে অপরের মুখোমুখি হয়েছিল দুই স্পেন ও ইতালি। এ ম্যাচে জিতলেই নিশ্চিত শেষ ষোলো, এমন পরিস্থিতিতে স্পেনের সামনে অবশ্য পাত্তা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচটি স্পেন আত্মঘাতী গোলে ১–০ ব্যবধানে জিতলেও, এই ফল মোটেই সঠিক চিত্র তুলে ধরছে না।

ম্যাচে স্পেনের গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের সামনে রীতিমতো কোণঠাসা হয়ে ছিল ইতালি। নিকো উইলিয়ামস, লামিনে ইয়ামাল, পেদ্রি এবং আলভারো মোরাতারা ম্যাচজুড়ে ছিলেন অসাধারণ। রক্ষণে দৃঢ়তা না দেখালে এবং গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বারবার ত্রাতা না হলে এ ম্যাচে ইতালির হারের ব্যবধান আরও বড় হতে পারত।

ম্যাচের শুরু থেকেই বল দখলে ছিল স্প্যানিশদের। ম্যাচের ১০ মিনিটে নিকো উইলিয়ামস একটি সুবর্ণ সুযোগ পেলেও তা হাতছাড়া হয়। ফ্রি হেড গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। ম্যাচের ২৪ মিনিটে আলভারো মোরাতার দারুণ শট রুখে দেন ইতালির গোলরক্ষক ডোন্নারুমা। এরপর ৩৭ মিনিটে ফাবিয়ান রুইজ ডিবক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে বিরতির কিছু সময় আগে ইতালির কিয়েসা শট নেওয়ার সুযোগ পেলেও তা লক্ষ্যে পৌঁছায়নি।

বিরতির পর দুই দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন। ম্যাচের ৫৫ মিনিটে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের তাও আবার আত্মঘাতী। ইতালির চীনের প্রাচীর ভাঙে আগের ম্যাচের নায়ক বোলগনার ডিফেন্ডার ক্যালাফিওরি। নিজেই নিজেদের জালে বল প্রবেশ করান। এরপর ৮৫ মিনিট পর্যন্ত চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ৫৯ মিনিটে নোম্যান্ডের দারুণ এক হেড রুখে দেয় স্পেনের ডিফেন্ডাররা। ৭১ মিনিটে স্পেনের নিকো উইলিয়ামসের ডান পায়ের বাঁকানো শট ডোন্নারুমেকে ফাঁকি দিলেও গোলবারে লেগে বল চলে যায় মাঠের বাইরে।

এরপর স্পেনের উনাই সিমন ৮৬ মিনিটে ক্রিস্টানটের হেড আটকে দেন। ৯২ ও ৯৩ মিনিটে দুটি দারুণ অ্যাটাকের সঙ্গে শর্ট করেন স্পেনের আয়োজে পেরেজ কিন্তু তা ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ডোন্নারুমা। বাকি সময় আরও আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ইতালি। ফলে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন।

তবে এদিনের ম্যাচ হারলেও ইতালির সামনে শেষ ষোলোতে খেলার সুযোগ আছে। নিজেদের শেষ ম্যাচ ড্র করলেই তারা পরবর্তী রাউন্ডে যাবে। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে সোমবার রাতে শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি।

Latest News

UP’S Sambhal Clashes: সম্বলে তিনজনের মৃত্যুর পর ইন্টারনেট বন্ধ, কমিশনার কীভাবে পরিস্থিতি সামাল দিলেন?

রবিবার সম্বলের জামে মসজিদে সমীক্ষা চলাকালীন সহিংসতা (UP’S Sambhal Clashes) ছড়িয়ে পড়ে যাতে তিনজন...

UP’S Sambhal Clashes: ইউপির সম্বলে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, ছোঁরা ইটে ঘায়েল পুলিশ

উত্তর প্রদেশের (UP'S Sambhal Clashes) সম্বলে একটি মুঘল আমলের মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষের...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

More like this

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...