কম স্কোরের বিশ্বকাপে (T20 World Cup) দাপট দেখিয়েছেন বোলাররাই। সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও সেই ধারা ধরে রাখল অস্ট্রেলিয়ান বোলাররা। বিশেষ করে, তারকা পেসার প্যাট কামিন্স এবারের বিশ্বকাপের প্রথম ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক করলেন।
Hat-trick hero Pat Cummins bags the @aramco POTM in Antigua 🌟 #T20WorldCup | #AUSvBAN pic.twitter.com/4ypPs0UQcL
— T20 World Cup (@T20WorldCup) June 21, 2024
আজ শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ১৮তম ওভারের পঞ্চম বলে কামিন্সকে পুল করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। বল ব্যাট হয়ে আঘাত হানে স্ট্যাম্পে। শেষ বলে ক্রিজে এসেই ফেরেন বিশ্বকাপে প্রথম সুযোগ পাওয়া মেহেদি। আপার কাট করতে গিয়ে ধরা পড়েন তিনি। এরপর শেষ ওভারের প্রথম বলে ফেরান দুর্দান্ত খেলতে থাকা হৃদয়কে। স্কুপ করতে চেয়েছিলেন, ধরা পড়েন হ্যজেলউডের হাতে। ২৮ বলে ৪০ রান করা হৃদয়ের আউট বাংলাদেশের জন্য অস্বস্তির।
চলতি আসরে প্রথম ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম হ্যাটট্রিক এটি। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কামিন্স, আগের হ্যাটট্রিক ছিল ব্রেট লির। সেটিও ছিল বাংলাদেশের বিরুদ্ধেই। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
Rain stops play in Antigua but Australia add two crucial Super Eight points in the bag 🙌#T20WorldCup | #AUSvBAN | 📝: https://t.co/pbomB56xTM pic.twitter.com/P8SCMJ6F69
— T20 World Cup (@T20WorldCup) June 21, 2024
শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লাল-সবুজ শিবিরের। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ। মিচেল স্টার্কের প্রথম দুটি বল লো ফুলটস ছিল, তৃতীয়টি ফুললেংথে। তাতে ব্যাট নামিয়েও আটকাতে পারেননি তরুণ এই ওপেনার। ব্যাটের নিচের অংশে লেগে সরাসরি স্ট্যাম্পে ঢুকে বল। পাওয়ার প্লে’র প্রথম ৩ ওভারে উঠেছিল মাত্র ৮ রান। পরের ৫ ওভারে ৪৯ রান। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রানের টার্গেট দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১.২ ওভারে অস্ট্রেলিয়া ১০০ রান করার পর বৃষ্টি নামলে জয় পায় ডিএলএস মেথডে। কারণ ১১.২ ওভার পর ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। ফলে সেই ব্যবধানেই ম্যাচটি জিতল অজিরা।