Homeখেলার খবরCricket Rule: পাওয়ার প্লের নিয়ম বদলে হচ্ছে ‘পাওয়ার ব্লাস্ট’

Cricket Rule: পাওয়ার প্লের নিয়ম বদলে হচ্ছে ‘পাওয়ার ব্লাস্ট’

Published on

আন্তর্জাতিকসহ স্বীকৃত সব টি-টোয়েন্টিতে (Cricket Rule) সাধারণত ইনিংসের প্রথম ছয় ওভার পাওয়ার প্লে থাকে। কুড়ি ওভারের ম্যাচে একবারই পাওয়ার-প্লে পাওয়া যায়। তবে এই নিয়মে পরিবর্তন আনতে চলেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ। যেখানে প্রথম ছয় ওভারের পর বাকি দুই ওভার পাওয়ার প্লে থাকবে ডেথ ওভারে।

সাধারণত প্রথম পাওয়ার প্লের খেলায় ৩০ গজ বৃত্তের বাইরে থাকেন দুজন ফিল্ডার। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগেও ওই নিয়ম থাকছে। তবে ডেথ ওভারে ১৬ ও ১৭তম ওভারে যে পাওয়ার প্লে নতুন করে চালু করা হচ্ছে, ওই সময় বৃত্তের বাইরে থাকবেন চারজন ফিল্ডার। ওই দুই ওভারকে নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার-ব্লাস্ট ওভার।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিত্য নতুন নিয়ম আনতে দেখা যায়। এমন নজির তৈরি করে আসছিল আইপিএল। এবার তাদের পথ ধরে ভিন্ন এক নিয়ম আনছে লঙ্কান লিগ এলপিএল। শেষ দুই ওভারের পাওয়ার প্লে ম্যাচকে আরও বেশি আগ্রাসী ও রোমাঞ্চকর করতে তুলবে আশা আয়োজকদের।

বিবৃতিতে এলপিএল টুর্নামেন্টের ডিরেক্টর সামান্থা দুদানওয়েলা জানিয়েছেন, ‘লিগে বাড়তি উত্তেজনা তৈরি করতে আমরা সৃজনশীল এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে রোমাঞ্চ ছড়িয়ে দিতে চাই এবং ওই ওভারগুলোতে (১৬ ও ১৭তম) দলগুলো কীভাবে কাজে লাগাবে সেই জন্য তাদের আরও কার্যকরী কৌশল প্রয়োগ করতে হবে।’

আগামী ১ থেকে ২১ জুলাই পর্যন্ত ২০২৪ এলপিএল আসর অনুষ্ঠিত হবে। যার সঙ্গে সংঘর্ষ হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি)। চলতি বিশ্বকাপে চমক দেখানো দেশটিও একই সময়ে ফ্র্যাঞ্চােইজি টুর্নামেন্টের আয়োজন করবে। তা সত্ত্বেও এলপিএল প্রতিভাবান বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলাতে আকর্ষণীয় প্রস্তাব দিতে পারে। এ নিয়ে এলপিএল আসর শুরু হতে যাচ্ছে পঞ্চমবারের মতো। যেখানে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ২০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিনটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। লিগ পর্বে প্রতিটি দল পরস্পর দুবার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ চার দল খেলবে প্লে-অফে।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...