নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদঃ ভারত সীমান্ত থেকে দুই কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজিবি-র বিরুদ্ধে। ভারতীয় সীমানায় ঢুকে দুই কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশ বর্ডার গার্ড। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বামনাবাদ সীমান্তে এলাকায়।
সূত্রে খবর, তুলে নিয়ে যাওয়া কৃষকদের নাম নয়ন সেখ ও সাহিদুল সেখ। বামনাবাদ এলাকার লালকূপ মহাতাব কলোনিতে তাদের বাড়ি।
পরিবারের লোকজন জানায়, দুই কৃষক বিএসএফের ৩ নম্বর ওপি দিয়ে মাঠে গিয়েছিল। বিস্তর চর সবটাই ভারতীয় এলাকা।সীমান্তের পদ্মা নদী পেরিয়ে এসে ওই কৃষকদের নিয়ে গিয়েছে। কারন বিজিবি’র জওয়ানরা অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়তেই ওই কৃষকেরা প্রতিবাদ করেছিল।
তাদের ফিরিয়ে আনার জন্যে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এলাকার মানুষের অভিযোগ বিএসএফ সীমান্তের ৫/৬ কিমি ভিতরে থাকার কারনেই এরকম ঘটনা ঘটে।
এহেন ঘটনায় অর্থ সংকটের আশঙ্কায় ওই দুই পরিবারের লোকজনেরা। তাদের কথায়, দুজনেই চাষের কাজে গিয়েছিল তারপর বিজিবি’র জওয়ানরা তাদের তুলে নিয়ে যায়। তারা বাড়ি না ফিরলে কিভাবে চলবে সংসার তা নিয়ে এখন সংশয়ে পরিজনেরা।মাথায় হাত পড়েছে পরিবারের লোকের। কারন পরিবারে তারাই একমাত্র রোজগেরে।