বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গি (Dengue)-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গি (Dengue) মোকাবিলায় স্বাস্থ্য দফতরের কর্তা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং পুর ও নগরোন্নয়ন দফতর, সেচ দফতর ও পঞ্চায়েত দফতরকে নিয়ে সোমবার বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব। চিকিৎসকের কথায়, ‘ডেঙ্গি আক্রান্ত হলে কিছু করার থাকে না। তবে ডেঙ্গি ঠেকানো যেতে পারে। ঠেকাতে হলে এখন থেকেই তৎপরতা শুরু করতে হবে।’
ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের জরুরি বৈঠকে পেশ করা পরিসংখ্য়ান অনুযায়ী গত বছর মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজার ৭৪ জন। এই পরিস্থিতিতে চলতি বছরে এখন থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপরত হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
নির্দেশে এও বলা হয়েছে, জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গি (Dengue) পরীক্ষা ও চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত রয়েছে কিনা দেখতে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। ডেঙ্গি রোধে এখন থেকেই প্রশিক্ষণ শুরু করতে হবে। সেচ দফতর রাজ্যের প্রতিটি খালের দিকে নজর রাখবে পঞ্চায়েত এবং পুর ও নগরোন্নয়ন দফতরকে মশার বংশবিস্তার ঠেকাতে সক্রিয় হতে হবে।